মাদারগঞ্জ উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদককে অব্যাহতি
জামালপুরের মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান রহমতুল্লাহ রিমুকে অব্যাহতি দিয়েছে উপজেলা আওয়ামী লীগ। সার ও কীটনাশক ব্যবসায়ী নওশের আলী হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি হওয়ায় এবং সমবায় সমিতির নামে অর্থ আত্মসাতের অভিযোগে তাঁকে এ অব্যাহতি দেওয়া হয়।
দলীয় সূত্রে জানা গেছে, আজ শনিবার (১৩ এপ্রিল) বিকেলে মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মাসিক সভায় রিমুকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়। সম্প্রতি ব্যবসায়ী নওশের আলীকে হত্যার অভিযোগে তাঁর ফাঁসির দাবিতে সংবাদ সম্মেলন করে নিহত ব্যবসায়ীর পরিবার। সংবাদটি বিভিন্ন জাতীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচার হয়। তা ছাড়া ওই হত্যা মামলায় এজাহারভুক্ত প্রধান আসামি হিসেবে তাঁর বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়েছে। পাশাপাশি তিনি মাদারগঞ্জ কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি ও রূপসী বাংলা সমবায় সমিতির পরিচালক হিসেবে দায়িত্বে থাকাকালীন সমিতির আইন লঙ্ঘন করে গ্রাহকদের কাছ থেকে আমানত সংগ্রহ করেন এবং তিন থেকে চার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে বিভিন্ন জাতীয় গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়। এতে আওয়ামী লীগের দলীয় ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়।
উপজেলা আওয়ামী লীগের মাসিক সভায় এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ায় তাঁকে অব্যাহতির সিদ্ধান্ত গৃহীত হয়। কেন তাঁকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না তা পত্র প্রাপ্তির সাত দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।
মাসিক সভা শেষে সাংবাদিকদের কাছে পাঠানো উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু জীবন কৃষ্ণ সাহা ও সাধারণ সম্পাদক মো. ওবায়দুর রহমান বেলাল স্বাক্ষরিত পত্রে কারণ দর্শানোর নোটিশের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।