বরিশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও দুই শিশুর মৃত্যু
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/04/27/brishaal.jpg)
বরিশালের বাকেরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার (২৭ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার নিয়ামতি ইউনিয়নের ৪নং ওয়ার্ড ঢালমারা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলো—ঢালমারা গ্রামের রিয়াজ মোল্লার সাড়ে চার বছর বয়সের ছেলে সালমান, মেয়ে রেজবিনা (৯) ও স্ত্রী ছনিয়া (৩২)।
নিয়ামতি ইউনিয়নের চেয়ারম্যান মো. হুমায়ুন কবির জানান, ঢালমারা গ্রামের রিয়াজ মোল্লা ঢাকায় অটোরিকশা চালায়। তার স্ত্রী বাড়িতে থাকতেন সন্তানদের নিয়ে। আজ সকাল ১১টার দিকে রিয়াজ মোল্লার ছোট ছেলে সালমান বাড়ির পাশে খেলা করছিল। এসময় বাড়িতে বৈদ্যুতিক সংযোগ নেওয়ার তার (সার্ভিস তার) ছিড়ে নিচে পড়ে। সালমান বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে সালমানের বড় বোন সাবরিনা ও মা ছনিয়া ছাড়াতে গেলে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ সাইফুর রহমান, বাকেরগঞ্জ সার্কেলের দায়িত্বে থাকা এএসপি ফরহাদ সরদার, বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন।