মুন্সীগঞ্জে খোলা ময়দানে বৃষ্টির জন্য প্রার্থনা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/04/30/munsiignyj.jpg)
তীব্র দাবদাহ থেকে রক্ষা পেতে আজ মঙ্গলবার মুন্সীগঞ্জ সদরে ইসতিসকা নামাজ আদায় করে বৃষ্টির জন্য প্রার্থনা। ছবি : এনটিভি
তীব্র দাবদাহ থেকে রক্ষা পেতে মুন্সীগঞ্জ সদরে ইসতিসকা নামাজ আদায় করে বৃষ্টির জন্য প্রার্থনা করেছে মুসল্লিরা। আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) সকাল ১০টার দিকে ভট্টাচার্যেরবাগ যু্বসমাজের উদ্যোগে স্থানীয় দারুল উলুম বি-বাগ মাদরাসার খোলা ময়দানে ওই বিশেষ নামাজ অনুষ্ঠিত হয়। তীব্র রোদের মধ্যেও নামাজে অংশ নেয় বিভিন্ন বয়সী শতাধিক ধর্মপ্রাণ মুসল্লি।
![](https://ntvbd.com/sites/default/files/styles/infograph/public/images/2024/04/30/munsiignyj_02.jpg 687w)
দুই রাকাত নামাজ আদায় শেষে আল্লাহর নিকট আসমানের দিকে দুই হাত তুলে মোনাজাত করেন মুসুল্লিরা। এসময় চলমান প্রচণ্ড তাপপ্রবাহে দেশ ও প্রাণীকূলের নাজাতের জন্য দোয়া কামনা করা হয়। এসময় সৃষ্টিকর্তার অনুগ্রহ লাভ ও বৃষ্টির জন্য কান্নাকাটি করেন সকলে। নামাজের ইমামতি করেছেন আবরারুর হক হাতেমি।