চেকের মামলার তারিখ এক বছর পর পর করার কারণে আগ্রহ হারাচ্ছেন বিচারপ্রার্থীরা
হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, ঢাকার আদালতে এনআই অ্যাক্টের ১৩৮ ধারার মামলার (চেকের মামলা) তারিখ পড়ে এক বছর পরে। এই কারণে মানুষ বা বিচারপ্রার্থীরা মামলা পরিচালনায় আগ্রহী হচ্ছেন না।
আজ সোমবার (৬ মে) জাতীয় সংসদের অধিবেশনে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন আইনমন্ত্রীর কাছে এ সংক্রান্ত প্রশ্ন করেন।
ব্যারিস্টার সুমন আরও বলেন, ঢাকা শহরে ২ কোটি মানুষের বসবাস। এই ২ কোটি মানুষের জন্য সাকসেশন সার্টিফিকেট (উত্তারাধিকার সনদ) মামলার আদালত একটি। এমতাবস্থায় কী আদালত বাড়ানো হবে বা এর বিষয়ে প্রতিকার কী ?
উত্তরে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, বিচার বিভাগ স্বাধীন। এনআই অ্যাক্টের ১৩৮ ধারার মামলাগুলো ধারাটা সংশোধন করার জন্য কথা হচ্ছে। মামলা যাতে তাড়াতাড়ি হয় তার ব্যবস্থা নিচ্ছি। এজন্য আদালত সৃজন করতে হবে। এরজন্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
মন্ত্রী আরও বলেন, সাকসেশন মামলার ক্ষেত্রে যদি আদালত বাড়াতে হয়, তাহলে আমরা আদালত বাড়াব।