মেঘনায় অবৈধ কারেন্টজালসহ আটক ৫ জেলে কারাগারে
বছরজুড়েই ছোট ফাঁদের অবৈধ কারেন্টজাল দিয়ে মাছ ধরা নিষেধ। আইন না মেনে চাঁদপুরের মেঘনা নদীতে কারেন্টজাল দিয়ে মাছ ধরা অবস্থায় পাঁচ জেলেকে হাতেনাতে আটক করে কারাগারে পাঠিয়েছে নৌপুলিশ।
আজ শুক্রবার (১০ মে) সন্ধ্যায় এ তথ্য জানান চাঁদপুর নৌথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।
আটক জেলেরা হলেন শরীয়তপুর জেলার আল আমিন বেপারী (৩৮), স্বপন বেপারী (৩২), জাকির হোসেন (৩৫), শাহীন দাড়িয়া (৪০) ও ওয়ালি উল্যাহ (২৩)।
নৌথানার ওসি বলেন, ৯ মে রাতে থানার উপপরিদর্শক (এসআই) মিঠুন বালা সঙ্গীয় ফোর্সসহ সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের শিলারচর নামক স্থানে বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় পাঁচ জেলেকে আটক এবং তাদের সঙ্গে থাকা ৮০০ মিটার অবৈধ কারেন্টজাল ও একটি কাঠের তৈরি মাছ ধরার নৌকা জব্দ করেন।
ওসি বলেন, আটক জেলেদের বিরুদ্ধে মৎস্য আইনে থানায় নিয়মিত মামলা হয়েছে। আজ দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।