দুর্নীতির মামলায় ঢাকা জেলার রেজিস্ট্রার অহিদুল সাময়িক বরখাস্ত
দুর্নীতির মামলায় আদালত অভিযোগপত্র গ্রহণ করায় ঢাকা জেলার রেজিস্ট্রার অহিদুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত রোববার (১২ মে) তাকে সাময়িক বরখাস্ত করে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়, ‘দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এর গত বছরের ২১ সেপ্টেম্বর ১৫ নম্বর মামলা থেকে উদ্ভূত মেট্রো বিশেষ মামলায় (মামলা নং-০৩/২০২৪) ঢাকা জেলার রেজিস্ট্রার অহিদুল ইসলামের বিরুদ্ধে গত ৩০ এপ্রিল ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ অভিযোগপত্র গ্রহণ করেন। একই তারিখে তাকে হাজতে প্রেরণ করায় ‘সরকারি চাকরি আইন, ২০১৮’ এর ধারা ৩৯-এর উপধারা ২ অনুযায়ী ওই তারিখ থেকে তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।’
সাময়িক বরখাস্তের সময় এই রেজিস্ট্রার নিবন্ধন অধিদপ্তরে সংযুক্ত থাকবেন এবং বিধি মোতাবেক খোরাকি ভাতাসহ অন্যান্য সুবিধাদি পাবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।