হাঁস ধরতে খালে নেমে দেখলেন ভাসমান মরদেহ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/05/17/caandpur_mrdeh.jpg)
চাঁদপুরের হাজীগঞ্জে সন্ধ্যা হয়ে যাওয়ায় এক নারী তাঁর গৃহপালিত হাঁস ধরতে বাড়ির পাশে এক খালে নামেন। এসময় কচুরিপানার নিচে চুল দেখতে পেয়ে ভয়ে চিৎকার করে ওঠেন ওই নারী। পরে স্থানীয়রা এসে দেখতে পায় খালের পানিতে ভাসছে অজ্ঞাত নারীর মরদেহ।
গতকাল বৃহস্পতিবার (১৬ মে) সন্ধ্যায় উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়নের নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ওসি মুহাম্মদ আব্দুর রশিদ বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে ওই নারীর মরদেহ উদ্ধার করে। আজ শুক্রবার (১৭ মে) সকালে ময়নাতদন্তের জন্য ওই নারীর মরদেহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
খবর পেয়ে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) পংকজ কুমার দে ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ জানায়, মরদেহটি উদ্ধারের পর স্থানীয়দের দেখালে কেউই এই নারীকে চেনেন না বলে জানান। সম্প্রতি স্থানীয় কেউ নিখোঁজও হয়নি বলে স্থানীয়রা নিশ্চিত করেন।
এএসপি পংকজ কুমার দে বলেন, ঘটনাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চাঁদপুর শাখাকে খবর দেওয়া হয়। তারা রাতেই মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
পংকজ কুমার দে জানান, ধারণা করা হচ্ছে কয়েকদিন ধরে মরদেহটি এই খালে পড়ে আছে। স্থানীয়রা কেউ যেহেতু মরদেহের পরিচয় জানেন না তাহলে সন্দেহ থাকছে। কেউ মেরে এখানে ফেলে গেছে কি-না তদন্তের মাধ্যমে সেটি বেরিয়ে আসবে। এখনো মরদেহের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মোস্তফা কামাল রাশেদ বলেন, ‘নারীর মরদেহের বেশিরভাগ অংশ পঁচে-গলে গেছে। তার পরিচয় শনাক্ত করতে ফিঙ্গার প্রিন্ট নেওয়া সম্ভব হয়নি। তারপরও তদন্ত কাজ অব্যাহত রয়েছে।’