ব্যবসায়ী হত্যা মামলায় সাতজনের মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন
কুমিল্লার হোমনা উপজেলায় ব্যবসায়ী সাদেক মিয়া হত্যার ঘটনায় করা মামলায় সাতজনের মৃত্যুদণ্ড ও সাতজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া দণ্ডাদেশপ্রাপ্ত প্রত্যেকে ৫০ হাজার টাকা করে জরিমানারও আদেশ দেওয়া হয়।
আজ রোববার (১৯ মে) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো. জাহাঙ্গীর হোসেন এই রায় দেন।
মামলার বাদী পক্ষের আইনজীবী কামরুজ্জামান কাজল জানান, পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ২০১৫ সালের ২৮ জুলাই ছোট গানিয়ারচর এলাকার ব্যবসায়ী মো. সাদেক মিয়াকে বাড়ি থেকে ডেকে নিয়ে হাত পা কেটে ফেলে রাখা হয় ধনিয়াক্ষেতে। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরের দিন সকাল ৮টায় মৃত্যুবরণ করে সাদেক মিয়া। এই ঘটনায় সাদেক মিয়ার স্ত্রী রেখা আক্তার ১৮ জনের বিরুদ্ধে হোমনা থানায় একটি হত্যা মামলা করেন। পরবর্তী সময়ে তদন্তকারী কর্মকর্তা ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। ২০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও শুনানির পর আদালত সাতজনের মৃত্যুদণ্ড ও সাতজনের যাবজ্জীবনকে কারাদণ্ডাদেশ দিয়েছেন। রায় ঘোষণার সময় আদালতে দণ্ডাদেশপ্রাপ্ত তিন আসামি এবং বেকসুর খালাস পাওয়া একজন উপস্থিত ছিলেন।
বাদী পক্ষের আইনজীবী কামরুজ্জামান বাবুল বলেন রায়ে স্বজনরা সন্তুষ্ট। এখন রায় দ্রুত কার্যকর হলেই ভালো হবে। এদিকে আসামী পক্ষের আইনজীবী গোলাম মোস্তফা জানান, তারা রায়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, এ বিষয়ে উচ্চ আদালতে আপিল করবেন।