গোপালগঞ্জে উগ্রবাদ প্রতিরোধে করণীয় শীর্ষক সেমিনার
বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক প্রতিরোধকেন্দ্র নির্মাণ প্রকল্পের আওতায় গোপালগঞ্জে উগ্রবাদ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ মে) গোপালগঞ্জ পুলিশ লাইন্স ড্রিল সেডে অনুষ্ঠিত দিনব্যাপী এ সেমিনারে সভাপতিত্ব করেন পুলিশ সুপার আল-বেলী আফিফা।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ডিএমপির এডিসি, সিটিটিসি ইসতিয়াক আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (গোপালগঞ্জ সদর সার্কেল) মো. খায়রুল আলম, সহকারী পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শফিকুল ইসলাম ও জেল সুপার আল-মামুন।
সেমিনারে অংশ নেন জেলায় কর্মরত ১৬০ জন পুলিশ, কারারক্ষী ও অনসার সদস্য।
ডিএমপির এডিসি ইশতিয়াক আহমেদ বলেন, হলি আর্টিজান সহ তৎকালীন সময়ে দেশের বিভিন্ন স্থানে জঙ্গি তৎপরতা শুরু হয়েছিল তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর হস্তে দমন করতে সক্ষম হয়েছে। নিরলসভাবে কাজ করে যাওয়ার ফলে সেই সময়ের থ্রেট এখন আর নেই বল্লেই চলে। তারপরও এখন আমাদেরকে আরও কঠোর ও কৌশলী হতে হবে। যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়।
পুলিশ সুপার আল-বেলী আফিফা বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের অল্পবয়সী ছেলেমেয়েরা অনেকেই বিপথগামী হচ্ছে। অনেকে না বুঝেই বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এ সমস্ত ছেলে-মেয়ে এবং তার অভিভাবকদেরকে সচেতন করে তুলতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কাজ করতে হবে। তাতে করে সমাজে উগ্রবাদ ও অপরাধ প্রবণতা কমে আসবে।