আনারকে হত্যার পরিকল্পনা করেন তার বাল্যবন্ধু : ডিবি
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, দুই থেকে তিন মাস ধরে রাজধানীর গুলশানসহ বিভিন্ন এলাকায় বসে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে হত্যার পরিকল্পনা করেন তার বাল্যবন্ধু ও ব্যবসায়িক পার্টনার আক্তারুজ্জামান শাহীন।
আজ বৃহস্পতিবার (২৩) বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ের কনফারেন্স রুমে এক সংবাদ সস্মেলনে মোহাম্মদ হারুন অর রশীদ এ তথ্য জানান।
মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, গোয়েন্দা পুলিশের শক্তিশালী তদন্ত ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে তারা পরিকল্পনা বাস্তবায়নে কলকাতাকে বেছে নেয়। শাহীনের পরিকল্পনায় হত্যার কাজটি করেন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির নেতা আমান উল্লাহ আমান ওরফে শিমুল।
ডিএমপির গোয়েন্দাপ্রধান বলেন, কলকাতায় গত ১৩ মে বাংলাদেশের সংসদ সদস্য আনারকে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তার মরদেহ গুম করার জন্য পৈশাচিকভাবে টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়।
মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, এ বিষয়টি নিয়ে আমাদের কাছে ঘটনায় জড়িত মূল হত্যাকারীসহ গ্রেপ্তারকারীদের জিজ্ঞাসাবাদে জানতে পারি, সংসদ সদস্য আনারকে হত্যার পরিকল্পনা করা হয় দুই থেকে তিন মাস আগে। ঢাকার গুলশান ও বসুন্ধরায় বসে একাধিকবার হত্যার বিষয়ে আলোচনা করেছে তারা। আনারকে হত্যা করতে প্রথমে তারা বাংলাদেশের মাটি ব্যবহার করতে চেয়েছিল। কিন্তু, পরবর্তীতে ডিএমপির ডিবি তদন্ত সক্ষমতার কথা চিন্তা করে তারা দেশের বাইরের মাটিতে পরিকল্পনা করেন।