গোপালগঞ্জে রিমালের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি
ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অস্বাভাবিক জোয়ার ও বৃষ্টিপাতে প্রায় দুইশ ঘর প্লাবিত ও দুই শতাধিক মাছের ঘের ভেসে গেছে। উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত লোকদের মধ্যে শুকনো ও রান্না করা খাবার বিতরণ করেছে।
গত রোববার বিকেল থেকেই জেলায় ভারি বৃষ্টিপাত ও ঝড়ো হওয়া শুরু হয়। তা অব্যাহত থাকে সোমবার সারারাত। ঝড়ো হাওয়ায় জেলার বিভিন্ন স্থানে বেশ কিছু গাছপালা ভেঙে পড়ে। তবে টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া নিম্নাঞ্চল হওয়ায় এই দুই উপজেলায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে। তবে বিদ্যুৎ এবং মোবাইল নেটওয়ার্ক না থাকায় যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে পড়ে। যে কারণে ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত নিরূপণ করা বা খবর পাওয়া যায়নি।
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক জানিয়েছেন, সাড়ে তিনশ বাড়ি-ঘরে বৃষ্টি আর জোয়ারের পানি ঢুকে পড়েছে। প্রায় ৪০০ লোককে বাঁশবাড়িয়া হাই স্কুল, পাটগাতি স্কুল, সরদারপাড়া স্কুলে আশ্রয় দেওয়া হয়েছে। তাদের মধ্যে শুকনো খাবার ও রান্না করা খাবারও বিতরণ করা হয়েছে।
এদিকে, কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনুর আক্তার জানান, মোবাইল নেটওয়ার্ক না থাকায় অনেক জায়গায় তারা খোঁজখবর পুরোপুরি নিতে পারেননি। তবে যতটুটু জেনেছেন তার ভিত্তিতে তিনি বলেন, বেশকিছু কাঁচা ঘরবাড়ি ও অসংখ্য গাছপালা ভেঙে পড়েছে। ক্ষয়ক্ষতি নিরূপণে উপজেলা প্রশাসন কাজ করছে বলেও জানান তিনি।
অন্যদিকে, জোয়ার ও বৃষ্টির পানিতে আউস ধানের বীজতলা, শাকসবজি ও পাটের ব্যাপক ক্ষতি হয়েছে বলে কৃষি বিভাগ সূত্রে জানা গেছে।