মুকসুদপুরে আন্তনগর ট্রেনের যাত্রা বিরতির দাবি
সম্প্রতি চালু হওয়া বেনাপোল-ঢাকা ও খুলনা-ঢাকা রুটে আন্তনগর ট্রেন গোপালগঞ্জের মুকসুদপুর রেলস্টেশনে যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর কলেজ মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে অংশ নেয় উপজেলা বিএনপি, জামায়াতে ইসলামী বাংলাদেশ, ইসলামি আন্দোলন বাংলাদেশ ও খেলাফত মজলিসের নেতাকর্মীসহ ট্রেন পরিষেবা থেকে বঞ্চিত এলাকাবাসী।
মুকসুদপুরে স্টেশন থাকা সত্ত্বেও সেখানে ট্রেন না থামায় ক্ষোভ প্রকাশ করে বক্তব্য দেন মানববন্ধন পালনকারীরা।
মানববন্ধন চলাকালে মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু, গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের এপিপি অ্যাডভোকেট মো. সুলাইমান সিদ্দিক বাদল, খেলাফত মজলিস গোপালগঞ্জ জেলা শাখার সহসভাপতি মাওলানা জাহিদ আল মাহমুদ, জামায়াতে ইসলামী মুকসুদপুর উপজেলা শাখার সাংস্কৃতিক সম্পাদক আবু তালেব ফরাজি, ইসলামী আন্দোলন বাংলাদেশ মুকসুদপুর উপজেলার সভাপতি হাফেজ মাওলানা ফরহাদ হোসেন, জামায়াতে ইসলামীনেতা আলী আকবার, সাবেক পৌর কাউন্সিলর মোয়াজ্জেম হোসেন মিন্টু প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা মুকসুদপুর রেল স্টেশনে সব আন্তনগর ট্রেন যাত্রা বিরতির দাবিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন। দাবি মানা না হলে রেললাইন অবরোধের ঘোষণা দেন বক্তারা।
পরে মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে একটি স্মারকলিপি দেয় মানববন্ধনকারীরা।