ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেওয়া শিশুর মরদেহ উদ্ধার
জামালপুরের দেওয়ানগঞ্জে ধাক্কা দিয়ে ব্রহ্মপুত্র নদে ফিলে দেওয়ার ২০ দিন পর মুজাহিদ নামে পাঁচ বছরের এক শিশুর মরদেহ ভেসে উঠেছে। সে উপজেলার চরআমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী এলাকার বাবুল মিয়ার ছেলে।
আজ বৃহস্পতিবার (৩০ মে) সকালে উপজেলার পাটাধোয়া পাড়ায় ব্রহ্মপুত্র নদে শিশুটির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে দুপুরে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।
গত ১০ মে দুপুরে বাড়ি থেকে ৫০০ টাকার একটি নোট নিয়ে বাড়ির পাশের এক দোকানে যায় শিশু মুজাহিদ। এ সময় একই এলাকার রফিকুল ইসলামের ছেলে শামিম হোসেন (১৫) শিশু মুজাহিদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার জন্য পাশের ব্রহ্মপুত্র নদের পাড়ের নিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ঘটনাটি জানাজানি হলে গত ১১ মে কিশোর শামিম হোসেনকে (১৫) গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ। পরে তাকে কিশোর সংশোধানাগারে পাঠানো হয়।
স্থানীয়রা জানায়, শিশু মুজাহিদ তার মা-বাবার অগোচরে ৫০০ টাকার একটি নোট নিয়ে বাড়ির পাশের এক দোকানে যায়। সে সময় অভিযুক্ত শামিম তার কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার জন্য বেড়ানোর কথা বলে ব্রহ্মপুত্র নদের পাড়ে নিয়ে যায়। পরে তার কাছ থেকে জোরপূর্বক টাকা কেড়ে নিয়ে ধাক্কা দিয়ে নদে ফেলে দেয়। এরপর থেকেই শিশু মুজাহিদ নিখোঁজ ছিল।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, আজ সকালে ওই শিশুটির মরদেহ নদীতে ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।