খুলেছে অফিস, বিরাজ করছে ঈদের আমেজ
ঈদের ছুটির পর সরকারি অফিস খুলেছে। তবে দপ্তরগুলোতে এখনও ঈদের আমেজ বিরাজ করছে। উপস্থিতির সংখ্যা খুবই কম। যারা সময়মত অফিসে এসেছেন তারাও পরষ্পর কোলাকুলি করে ও শুভেচ্ছা বিনিময় করছেন। আজ বুধবার (১৯ জুন) প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে এমন দৃশ্য দেখা গেছে।
সকাল ৯টায় দাপ্তরিক কার্যক্রম শুরু হলেও সকাল ১০টা পর্যন্ত কয়েকজন মন্ত্রী ও প্রতিমন্ত্রী এসেছেন। কর্মকর্তাদের উপস্থিতিও কম।
এদিকে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নতুন সময়সূচি অনুযায়ী আজ থেকে অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
ঈদুল আজহার ছুটির পর, আজ প্রথম কর্মদিবস থেকে নতুন এ অফিস সময়সূচি কার্যকর হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী যথারীতি কোর্ট-কাচারি ও স্টক মার্কেট চলবে।
বাংলাদেশে স্বাভাবিক সময়ে অফিস চলতো সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। কিন্তু বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের জন্য ২০২২ সালের ১৫ নভেম্বর থেকে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত করা হয়। এখন আবার আগের সময়সূচিতে ফিরছে অফিস।
এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন বলেন, রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত অফিস চলবে। তবে দুপুর একটা থেকে দেড়টা পর্যন্ত নামাজ ও মধ্যাহ্নভোজের জন্য বিরতি থাকবে। আর শুক্রবার ও শনিবার ছুটি থাকবে।