যুবলীগনেতাকে কুপিয়ে হত্যা, দুদক কর্মকর্তাকে প্রধান আসামি করে মামলা
পাবনার সুজানগরের আমিনপুরে পূর্ববিরোধকে কেন্দ্র করে যুবলীগনেতা আল আমিন (৩৫) হত্যা করা হয়েছে। এ ঘটনায় দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্মকর্তাকে প্রধান আসামি করে মামলা হয়েছে। গতকাল রোববার (২৩ জুন) রাতে নিহত আলামিন মিয়ার ভাই আলমগীর হোসেন বাদী হয়ে আমিনপুর থানায় এ মামলা করেন।
মামলায় দুদকের সহকারী পরিচালক (এডি) হাফিজুর রহমানকে প্রধান আসামি করে ৩৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় পাঁচ থেকে সাতজনকে আসামি করা হয়েছে।
নিহত আলামিন সুজানগর উপজেলার দক্ষিণ রাণীনগর গ্রামের মৃত শহিদুর রহমানের ছেলে। তিনি ইউনিয়ন যুবলীগের সদস্য ছিলেন।
আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, অপরাধীর ব্যক্তি পরিচয় মামলায় কোনো প্রভাব ফেলতে পারবে না। অপরাধী যেই হোক না কেন তাকে আইনের আওতায় আনা হবে।
গত শুক্রবার (২১ জুন) জুম্মার নামাজ শেষে আলামিন মোটরসাইকেলে করে পাশের বাদাই এলাকায় দাওয়াত খেতে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথে রাণীনগর বাজারের আগে দুর্বৃত্তরা আলামিনের পথরোধ করে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। রাজশাহী নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।