ভারী বর্ষণে খাগড়াছড়িতে পাহাড় ধস
খাগড়াছড়িতে ভারী বর্ষণে পাহাড় ধসে সড়কে পড়েছে। এতে খাগড়াছড়ির সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। ফলে অনেক সড়কের দুপাশে অনেক যানবাহন আটকা পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা সড়ক থেকে মাটি সরিয়ে দিলে দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।
আজ মঙ্গলবার (২ জুলাই) জেলার আলুটিলায় সাপমারা এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন লিডার জসিম উদ্দিন।
জসিম উদ্দিন জানান, গতকাল রোববার দিনগত রাত থেকেই ভারী বর্ষণ শুরু হয়। তীব্র এ বর্ষণে আজ মঙ্গলবার ভোরের দিকে রাস্তায় পাহাড়ের মাটি ধসে পড়ে। এতে খাগড়াছড়ির সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের যান চলাচল বন্ধ হয়ে যায়। বিশেষ করে, ঢাকা থেকে ছেড়ে আসা নৈশ কোচগুলো আটকা পড়ে। এ ছাড়াও আটকা পড়ে ট্রাক, মাইক্রোবাস ও সিএনজি অটোরিকশাসহ অনেক যানবাহন।
ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা আরও জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে স্থানীয়দের সহযোগিতায় সড়ক থেকে মাটি অপসারণ করে দিলে সকাল সাড়ে ৭টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। তবে এখনও ভারী বর্ষণ অব্যাহত রয়েছে।