জনপ্রত্যাশা পূরণে এনটিভির সফলতা কামনা করি : রাষ্ট্রপতি
২২ বছরে পদাপর্ণ উপলক্ষে দেওয়া বাণীতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এনটিভির সাফল্য কামনা করেছেন। তিনি বলেছেন, ‘বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এনটিভির একুশ বছর পূর্তি উপলক্ষে আমি প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ, কলাকুশলী, সংবাদকর্মী, দর্শকসহ সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।’
রাষ্ট্রপতি বলেন, ‘জনগণের তথ্যের অধিকার নিশ্চিত ও গণতন্ত্র বিকাশে গণমাধ্যমের অবদান ও গুরুত্ব অপরিসীম। দায়িত্বশীল ও পেশাদার গণমাধ্যম সঠিক তথ্যের নিরপেক্ষ উৎস হিসেবে কাজ করে এবং মানুষের সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ে জনমত সৃষ্টিতেও গণমাধ্যমের অবদান অনস্বীকার্য। সরকার অবাধ তথ্যপ্রবাহ ও গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী এবং গণমাধ্যমের বিকাশে সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছে। গণমাধ্যমসমূহ দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় অধিকতর দায়িত্বশীলতার সাথে সম্প্রচার কার্যক্রম পরিচালনা করবে এটাই সকলের প্রত্যাশা।’
রাষ্ট্রপতি আরও বলেন, “মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, সুখী-সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত উন্নত সমৃদ্ধ ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে দেশের গণমাধ্যমসমূহকেও আধুনিক ও স্মার্ট হিসেবে গড়ে উঠতে হবে।”
মো. সাহাবুদ্দিন বলেন, “এনটিভি প্রতিষ্ঠালগ্ন থেকে ‘সময়ের সাথে আগামীর পথে’ প্রতিপাদ্যকে ধারণ করে বৈচিত্র্যপূর্ণ ও রুচিশীল অনুষ্ঠানমালা এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে। আমি আশাকরি, এনটিভি নিরপেক্ষ সংবাদ পরিবেশনের পাশাপাশি বাঙালি সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য ও মহান মুক্তিযুদ্ধের চেতনাকে নতুন প্রজন্মের কাছে ছড়িয়ে দিতে নিরলস প্রয়াস চালাবে। জনপ্রত্যাশা পূরণে এনটিভি সফল হোক—এ কামনা করি।’