প্রতিষ্ঠাবার্ষিকীতে রান্না করা খাবার নিয়ে বানভাসিদের পাশে এনটিভি
মৌলভীবাজারে দীর্ঘস্থায়ী বন্যার কারণে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা, আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা না করে রান্না করা খাবার নিয়ে বানভাসিদের পাশে দাঁড়ায় এনটিভি পরিবার।
আজ বুধবার (৩ জুলাই) দুপুরে রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের কুশিয়ারা নদীর তীরবর্তী সুনামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে এই রান্না করা খাবার বিতরণ করা হয়।
২১ বছরে অনেক চড়াই উৎরাই পেরিয়ে অগণিত ঘটনা, ঝড়-ঝঞ্জা সামলে ২২ বছরে পদার্পণ করেছে এনটিভি আজ। এই দীর্ঘ পথচলায় এনটিভি সবকিছুই তুলে ধরেছে নিরপেক্ষতা ও সাহসিকতার সঙ্গে। শুধু সংবাদই নয়, বিনোদনেও এনটিভি এক অনন্য রোল মডেল। ইতোমধ্যে এনটিভি দেশ-বিদেশে আরও জনপ্রিয় হয়ে উঠছে। এ ছাড়া যেকোনো দূর্যোগে এনটিভি মানুষের পাশে সবসময় থেকেছে, থাকছে এবং থাকবে।
এরই ধারাবাহিকতায় আজ দুপুরে রাজনগর উপজেলায় আশ্রয় কেন্দ্রে অবস্থানকারী বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মধ্যে রান্না করা খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করে। পরে মনু প্রকল্পের বাঁধে অবস্থানকারী নারী ও শিশুদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়।
দীর্ঘদিন ধরে আশ্রয়কেন্দ্রে অবস্থানকারীরা এই রান্না করা খাবার পেয়ে এনটিভি পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।
এ সময় উপস্থিত ছিলেন এনটিভি মৌলভীবাজারের স্টাফ করেসপনডেন্ট এস এম উমেদ আলী, সাংবাদিক ইমাদ উদ দীন, শেখ সিরাজুল ইসলাম সিরাজ, আব্দুল ওয়াদুদ, সুহেল আহমদ ও স্থানীয় ইউপি সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিরা।