এনটিভি দেশ ও জনগণের কথা বলে : এ্যানি
‘এনটিভি নিজেদের কথা বলে না, দেশ ও জনগণের কথা বলে’ এমন মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। লক্ষ্মীপুর জেলা প্রেসক্লাবে বুধবার (৩ জুলাই) দুপুরে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
আলোচনা সভা শেষে কেক কেটে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
এনটিভির জেলা প্রতিনিধি আবুল কালাম আজাদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেলের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাসেল মাহমুদ মান্না, জেলা যুবদলের সভাপতি রেজাউল করিম লিটন, জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম ভুলু, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সভাপতি কামাল হোসেন, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মীর ফরহাদ হোসেন সুমন, জেলা কৃষকদলের সহসভাপতি বদরুল আলম শ্যামল, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল ও জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আনিস কবির।
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, এখন সোস্যাল মিডিয়ার যুগ। এটি সবচেয়ে অ্যাডভান্স। মিডিয়া একটি বিপ্লব। এ বিপ্লবের অংশ হলো এনটিভি। এজন্য এনটিভিকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। প্রতিষ্ঠার পর ২২ বছরে পা রাখলেও এনটিভি অনেক চড়াই-উৎরাই পেরিয়ে এখানে এসেছে। তাদের চলার পথে অনেক বাধা-বিপত্তি ছিল। এর পরও এনটিভি আলাদা স্বকীয়তায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এনটিভি নিজেদের কথা বলে না, দেশ ও দেশের জনগণের কথা বলছে—গণতন্ত্রের কথা বলছে।