জামালপুরে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
জামালপুরে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে দেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল এনটিভির ২২ বছরে পদার্পণ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (৩ জুলাই) সন্ধ্যায় জামালপুর প্রেসক্লাব মিলনায়তনে বর্ণিল অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মো. কামরুজ্জামান। বিশেষ অতিথির বক্তব্য দেন সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি শামীমা খান, সুইড জামালপুরের সাধারণ সম্পাদক অজয় কুমার পাল, দৈনিক আজকের জামালপুরের প্রকাশক ও সম্পাদক এম এ জলিল, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী শাহনেওয়াজ।
এ ছাড়া এনটিভিকে শুভেচ্ছা জানিয়ে সমাজকর্মী রনজিত বিশ্বাস খোকন, ভাষা ও স্বাধীনতাসংগ্রামী মতি মিয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আশরাফুজ্জামান স্বাধীন, সাংস্কৃতিক সংগঠক রফিকুজ্জামান মল্লিক তুষার, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এরিয়া কো-অর্ডিনেটর আরিফ হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ডিবিসি নিউজ ও বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক শুভ্র মেহেদী, যুগ্ম সাধারণ সম্পাদক দীপ্ত টিভির তানভীর আহমেদ হীরা প্রমুখ বক্তব্য দেন।
এ সময় বক্তারা বলেন, সময়ের সাথে আগামীর পথে স্লোগান নিয়ে এনটিভি যে যাত্রা শুরু করেছিল তা আজও অমলিন। বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন, বেশকিছু ব্যতিক্রম অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে এনটিভি দেশ-বিদেশে দর্শক নন্দিত হয়েছে। এনটিভির ২১ পেরিয়ে ২২ বছরের এই পথচলায় অতীতের মতো গুণগত মান ধরে রেখে আরও নতুন নতুন আয়োজন নিয়ে দর্শকদের চাহিদা পূরণের শীর্ষে থাকবে বলে প্রত্যাশা করেন বক্তারা। পরে অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।