স্ত্রীকে প্রেমিকের সঙ্গে বিয়ে দেওয়ার পর দুধ দিয়ে গোসল যুবকের
চুয়াডাঙ্গায় স্ত্রীকে প্রেমিকের সঙ্গে বিয়ে দিয়ে আলোচনায় এসেছেন এক যুবক। এরপর গোলাপ ফুল মেশানো এক বালতি দুধ দিয়ে গোসলও করেছেন তিনি। যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। নিজেকে পাপমুক্ত করতে এভাবে গোসল করেছেন বলে জানান ওই যুবক।
গতকাল শনিবার (৬ জুলাই) পাবনার দর্শনা উপজেলার নেহালপুর গ্রামে এ ঘটনা ঘটে। সিকেন্দার নামের ওই যুবক পেশায় ট্রাক্টর চালক।
এলাকাবাসী জানান, পেশাগত কারণে ১০ বছরের বেশি সময় ধরে তাকে নিজ এলাকার বাইরে অবস্থান করতে হয়েছে। এই সময়ে এক স্বজন তার স্ত্রীর সঙ্গে পরকীয়ায় জড়ান। গত বুধবার বাড়িতে ফিরে স্ত্রীকে পরকীয়া প্রেমিকের সঙ্গে দেখতে পান সিকেন্দার। এরপর প্রেমিক পালিয়ে যায়। পরে স্ত্রীকে সঙ্গে করে তার প্রেমিকের বাড়িতে উপস্থিত যান সিকেন্দার। ওই রাতেই তাকে তালাক দিয়ে প্রেমিককে বিয়ে করেন তার স্ত্রী।
সিকান্দার বলেন, নাবালক তিন সন্তানের কথা ভেবে স্ত্রীকে কয়েক দফা ক্ষমা করেছেন। কিন্তু, সংশোধন না হওয়ায় বাধ্য হয়ে তাকে পছন্দের মানুষের হাতে তুলে দিয়েছেন।