সীমিত পরিসরে খোলা ব্যাংক-অফিস, রাজধানীতে যানজট-ভোগান্তি
দেশে কয়েকদিনের সংঘাতময় পরিস্থিতি শেষে স্বাভাবিক হতে শুরু করেছে সবকিছু। আজ বুধবার (২৪ জুলাই) কারফিউ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিথিল করা হয়েছে। তিন দিন পর আজ সীমিত পরিসরে বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খুলেছে সরকারি-বেসরকারি অফিস-আদালত। মানুষ ঘর ছেড়ে বের হয়েছে। আর এতে যানজট বেড়েছে। তবে, সড়কে গণপরিবহণ কম থাকার কারণে যানজটে ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। রাজধানীর মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, শ্যামলী, মোহাম্মদপুর, ধানমণ্ডি, ফার্মগেট, আগারগাঁও, কারওয়ান বাজার, ফার্মগেট, শাহবাগ, গুলিস্তান, যাত্রাবাড়ী ও মহাখালী এলাকায় এ ধরনের দৃশ্য দেখা গেছে।
আজ বুধবার (২৪ জুলাই) বেলা ১০টার পর রাজধানীর বিভিন্ন সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে। যানজটের কারণে এসব এলাকার সড়ক অনেকটা স্থবির হয়ে পড়ে। যানজটে আটকে পড়া গাড়ির মধ্যে ব্যক্তিগত গাড়ির সংখ্যাই বেশি। প্রতিটি সড়কে অন্যান্য কর্মদিবসের তুলনায় গণপরিবহণ কম দেখা গেছে।
রাজধানীর কারওয়ান বাজার থেকে ফার্মগেটের সড়কে তীব্র যানজট দেখা গেছে। এদিকে মহাখালী থেকে গুলশান রোডেও অনেক গাড়ির চাপ। অন্যদিকে রামপুরা থেকে নতুনবাজারের সড়কের পরিস্থিতিও একই। সকালে অফিসগামী মানুষ পড়েছিল আরও ভোগান্তিতে। যানবাহন সংকট ও যানজটে পড়ে অনেকে সময়মতো কর্মস্থলে পৌঁছাতে পরেননি।
কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার মোড়ে দাঁড়িয়ে ছিলেন ট্রাফিক পুলিশের সদস্য সারওয়ার। তিনি বলেন, ‘গত কয়েকদিন কোনো শব্দ ছিল না রাস্তায়। ভালোই আরামে ছিলাম। আজ থেকে আবার গাড়ির হর্নের শব্দে কান ঝালাপালা হয়ে যাচ্ছে। আজ সকাল থেকেই রাস্তায় প্রচুর ব্যক্তিগত গাড়ি। ভেতরের রাস্তায় রিক্শা আর রিকশা। কিন্তু, অন্যান্য দিনের চেয়ে গণপরিবহণ কম।’
নতুনবাজার এলাকায় অফিসে যাওয়ার জন্য পল্টন মোড়ে বাসে ওঠেন সোহেল রানা। মালিবাগ আবুল হোটেলের কাছে আসার পর ভয়াবহ যানজটের কবলে পড়েন তিনি। কিছুক্ষণের মধ্যে গাড়ি ছাড়তে পারে এমন আশায় বসে থাকলেও দীর্ঘ যানজটে আটকে থাকে গাড়ি। উপায় না পেয়ে পায়ে হেঁটেই রওনা হন তিনি। সোহেল রানা বলেন, ‘ভেবেছিলাম আজ যানজট হবে না। কিন্তু আবুল হোটেলের সামনে আসার পর থেকে দেখি গাড়িই চলে না। উপায় না পেয়ে হেঁটেই অফিসে যাচ্ছি।’
রাজধানীর মিরপুর থেকে মতিঝিলগামী বিকল্প পরিবহণের যাত্রী ও একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা সৌরভ সাহা বলেন, আমি কাজীপাড়া থেকে সাড়ে ৯টায় বাসে উঠেছি। দেড়ঘণ্টায় কারওয়ান বাজারে এসেছি। মতিঝিল অফিসে কখন যেতে পারব জানি না।
মিরপুর থেকে মতিঝিল ও গুলিস্তানগামী বিহঙ্গ ও শিকড় পরিবহণের বেশ কয়েকজন যাত্রী একই সমস্যায় পড়েন।
সায়েদাবাদে হানিফ ফ্লাইওভারের নিচের রাস্তায় বহু রিকশা, অটোরিকশা, বাসকে আটকে থাকতে দেখা যায়। যাত্রাবাড়ী থেকে সায়েদাবাদ পর্যন্ত পুরোটাই যানজটে স্থবির হয়ে আছে।
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গায় সহিংসতা ছড়িয়ে পড়লে গত শুক্রবার (১৯ জুলাই) রাত থেকে কারফিউ জারি করে সরকার। উদ্ভূত এই পরিস্থিতির কারণে গত রোববার থেকে মঙ্গলবার তিন দিন সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
পরিস্থিতির উন্নতি হওয়ায় ধীরে ধীরে কারফিউ শিথিলের সময়সীমা বাড়ানো হচ্ছে। গতকাল মঙ্গলবার দুপুর ১টা থেকে ৫টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল। আজ সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত ঢাকাসহ চার জেলায় কারফিউ শিথিল থাকবে। এদিকে অফিস-আদালত খুলে দেওয়া হলেও সারাদেশে বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার।