গণহত্যার প্রতিবাদে সুনামগঞ্জে সাংস্কৃতিক সমাবেশ
সুনামগঞ্জে কোটা সংস্কার আন্দোলনে সংঘাত-সংঘর্ষে নিহতদের স্মরণ এবং শিক্ষার্থীদের গণগ্রেপ্তার ও নির্যাতনের প্রতিবাদে সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে সর্বস্তরের সংস্কৃতিকর্মীদের ব্যানারে শহরের শহীদ মিনারে এই সমাবেশ হয়। এতে সংস্কৃতিকর্মী, শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শ্রেণি ও পেশার লোকজন অংশ নেন।
সমাবেশে সংস্কৃতিকর্মীরা গান ও কবিতা আবৃত্তি করেন। তাঁরা গান, কবিতা ও কথায় প্রতিবাদ জানান আন্দোলন দমনে নির্বিচারে গুলি করে মানুষ হত্যার।
বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এক ঘণ্টা এই কর্মসূচি চলে। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন প্ল্যাকার্ডে বিভিন্ন স্লোগান লেখেন। প্রতিবাদী গানে কণ্ঠ মেলায় সাধারণ মানুষজন।
এ সময় তাঁরা দাবি করেন গণগ্রেপ্তার বন্ধ ও হয়রানির।
আলোচনায় বক্তারা বলেন, একটি যৌক্তিক আন্দোলন দমনে যেভাবে ছাত্রসহ নানা শ্রেণি-পেশার মানুষজনকে নির্মম, নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। এটি বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন। বাবার কোলো, ঘরে পড়ার টেবিলে শিশু, রাস্তায় পথচারী, সাধারণ মানুষ কেউই রক্ষায় পায়নি। প্রতিটি হত্যার বিচার করতে হবে।
কবিতা ও গানের ফাঁকে বক্তব্য দেন শিক্ষক এ আহসান রাজীব, সংস্কৃতিকর্মী রুবেল খান, জুবায়ের খান, শহীদনূর আহমেদ, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নাহাত হাসান পৌলমি ও তাজকিরা হক প্রমুখ।