দেশে ফিরলেন বিএনপিনেতা সালাহউদ্দিন আহমেদ
দীর্ঘ ৯ বছর পর দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। আজ রোববার (১১ আগস্ট) দুপুর ২টা ১৫ মিনিটে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতণ করে তাকে বহনকারী উড়োজাহাজটি।
জানা গেছে, বিমানবন্দরের ভিআইপি গেট দিয়ে বের হবেন সালাউদ্দিন আহমেদ। তাকে স্বাগত জানাতে ভিআইপি লাউঞ্জে উপস্থিত রয়েছেন বিএনপি ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ ও যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।
এ ছাড়া আরও উপস্থিত আছেন সালাউদ্দিন আহমেদের স্ত্রী, শিরিন সুলতানা, সুলতান সালাউদ্দিন টুকু, সাইফুল আলম নিরব, আমিনুল হক, যুবদলের নুরুল ইসলাম নয়ন ও ছাত্রদল সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরসহ অন্যান্যরা।