শেখ হাসিনার বিবৃতির খবর বানোয়াট, দাবি জয়ের
সম্প্রতি দেশ-বিদেশের কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত শেখ হাসিনার বিবৃতিটি মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। গতকাল রোববার (১১ আগস্ট) রাত ১২টার দিকে সজীব ওয়াজেদ জয় নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্ট থেকে এক বার্তায় এ দাবি করেন।
সজীব ওয়াজেদ জয় দাবি করেন, ঢাকা ছাড়ার আগে ও ঢাকার ছাড়ার পর এ পর্যন্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো বিবৃতি দেননি। সংবাদমাধ্যমে যা প্রকাশিত হয়েছে তা ভুয়া। তার মায়ের সঙ্গে কথা বলে তিনি বিষয়টি নিশ্চিত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ একটি স্ট্যাটাস দিয়েছেন।
স্ট্যাটাসে জয় লেখেন, ‘আমার মায়ের পদত্যাগের বিষয়ে একটি বিবৃতি এক সংবাদপত্রে প্রকাশ করা হয়েছে; যা পুরোপুরি মিথ্যা ও বানোয়াট। তিনি ঢাকা ছাড়ার আগে বা ঢাকা ছাড়ার পরে এ পর্যন্ত কোনো বিবৃতি দেননি। আমি মায়ের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়েছি।’
এর আগে, গতকাল রোববার (১১ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি আওয়ামী লীগ সভাপতি তার দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে একটি বার্তা দেন। যেখানে ক্ষমতাচ্যুতির পেছনে যুক্তরাষ্ট্রকে সরাসরি দায়ী করে শেখ হাসিনা বলেন, ‘আমি যদি যুক্তরাষ্ট্রের হাতে সেন্টমার্টিন ও বঙ্গোপসাগর ছেড়ে দিতাম, তাহলে এখনও ক্ষমতায় থাকতে পারতাম।’
শেখ হাসিনা বলেন, ‘আর মৃত্যুর মিছিল দেখতে চাইনি বলেই পদত্যাগ করার সিদ্ধান্ত নেই। তারা শিক্ষার্থীদের লাশের ওপর দিয়ে ক্ষমতায় আসতে চেয়েছিল, কিন্তু আমি তা হতে দেইনি। তাই নেতৃত্ব থেকে সরে দাঁড়াই। আমি ক্ষমতায় থাকতে পারতাম, যদি সেন্ট মার্টিন ও বঙ্গোপসাগরের সার্বভৌমত্ব যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতাম। আমি আমার দেশের মানুষের কাছে অনুরোধ জানিয়েছিলাম, যাতে তারা বহিঃশক্তির দ্বারা প্রভাবিত না হয়।’
উল্লেখ্য, ভারতীয় সংবাদমাধ্যগুলোর সূত্র ধরে ডয়চে ভেলে ছাড়াও দেশের শীর্ষস্থানীয় সব গণমাধ্যমেই এই বিষয়ে সংবাদ প্রকাশিত হয়। যা পরবর্তীতে ভুয়া বলে দাবি করেন সজীব ওয়াজেদ জয়। অবশ্য শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকেই গত এক সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব জয়। তিনি আন্তর্জাতিক ও ভারতের স্থানীয় সংবাদমাধ্যমেও একের পর এক সাক্ষাৎকার দিচ্ছেন। এর মধ্যে সাক্ষাৎকারগুলোতে তার প্রদত্ত বক্তব্যের ঘন ঘন অবস্থান বদল নিয়েও বেশ সমালোচনা হচ্ছে।