রাজধানীর মোহাম্মদপুরে অভিযান
সাবেক সচিবের বাসায় মিলল ৩ কোটি টাকাসহ বিদেশি মুদ্রা-প্রাইজবন্ড
রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের দুটি বাড়ি থেকে বিপুল দেশি-বিদেশি মুদ্রা উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এরমধ্যে তিন কোটি ১১ হাজার ১৬৬ বাংলাদেশি টাকা পাওয়া গেছে। এ ছাড়া ৭৪ হাজার ৪০০ টাকার প্রাইজবন্ডও মিলেছে। বিদেশি যে মুদ্রা পাওয়া গেছে তার মূল্য বাংলাদেশি টাকায় ১০ লাখ তিন হাজার ৩০৬।
আজ শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যায় খুদে বার্তায় এ তথ্য জানিয়েছে ডিএমপির জনসংযোগ শাখায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাবর রোডের এফ ব্লকের ২৯/২ ও ৩ নম্বর বাড়ি থেকে বিপুল দেশি-বিদেশি মুদ্রা উদ্ধার করেছে ডিএমপি।
ডিএমপির একটি সূত্র জানিয়েছে, সাবেক সচিব শাহ কামাল অবৈধভাবে উপার্জিত এসব টাকা বাসায় রেখেছিলেন। তার বাসা থেকে অর্থ উদ্ধার করা হলেও তাকে পাওয়া যায়নি। তিনি পলাতক রয়েছেন। তাকে আটক করতে চেষ্টা চালনো হচ্ছে।