সাভারে দুই সাবেক এমপিসহ শতাধিক আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাভারে এক স্কুলছাত্রকে গুলি করে হত্যার ঘটনায় সাবেক দুই সংসদ সদস্যসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে।
গতকাল শুক্রবার (১৬ আগস্ট) আশুলিয়ার চিত্রশাইল গ্রামের সাহিদ হাসান মিঠু বাদী হয়ে আশুলিয়া থানায় মামলাটি করেন।
গত ৫ আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ থেকে পালিয়ে যাওয়ার পর সাভারে এই প্রথম দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হলো।
মামলায় প্রধান আসামি দ্বাদশ সংসদ নির্বাচনে ঢাকা -১৯ (সাভার-আশুলিয়া) আসনের সদ্য সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য ও আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য তালুকদার তৌহিদ জং মুরাদ।
এছাড়াও মামলায় আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন, ইয়ারপুর ইউনিয়নের চেয়ারম্যান ও আশুলিয়া থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ ভূঁইয়া, সাভার উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলী হায়দার, আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক কবির হোসেন সরকার এবং পাথালিয়া ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা পারভেজ দেওয়ানসহ ১১৯ জনকে আসামি করা হয়েছে।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ।
মামলায় উল্লেখ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৫ আগস্ট সাভার বাইপাইল এলাকায় আন্দোলন করছিলেন শিক্ষার্থীরা। এসময় সাইফুল ইসলাম ও তালুকদার তৌহিদ জং মুরাদসহ আসামিদের নেতৃত্বে অন্যান্য আসামিরা আল-সাবু নামে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে ধরে লাঠিপেটা ও গুলি করে। এতে ঘটনাস্থলেই মারা যায় সে। সাবু স্থানীয় শাহীন স্কুলের দশম শেণির ছাত্র ও আশুলিয়ার জামগড়া শিমুলতলা এলাকার এনাফ নায়েদ জাকিরের ছেলে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, অভিযোগের প্রেক্ষিতে মামলা নথিভুক্ত করা হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।