দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে দেশে ফিরিয়ে আনার আহ্বান ডা. জাহিদের
দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে সসম্মানে দেশে ফেরাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, ফ্যাসিবাদ বিরোধী জনমত তৈরি করেছিলেন নির্ভিক সাংবাদিক দৈনিক আমার দেশ সম্পাদক প্রকৌশলী মাহমুদুর রহমান। তার লিখনিতে স্বৈরাচার হাসিনা সরকারের মসনদে কম্পন শুরু হয়েছিল। সেই কম্পনে ভীত হয়ে মাহমুদুর রহমানের বিরুদ্ধে সারা দেশে ১২৪টি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছিল।
আজ শনিবার (১৭ আগস্ট) দুপুরে ‘আমার দেশ পরিবার’-এর উদ্যেগে ‘আমার দেশ ও মাহমুদুর রহমানের ওপর জুলুমের বিচার চাই’ স্লোগানে সমেবেশে এসব কথা বলেন ডা. জাহিদ। এতে সভাপতিত্ব করেন আমার দেশের নির্বাহী সম্পাদক ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ।
ডা. জাহিদ বলেন, শেখ হাসিনা সরকার তার মসনদ টিকিয়ে রাখতে বন্ধ করে দিয়েছিল দেশের সবচেয়ে জনপ্রিয় পত্রিকা দৈনিক আমার দেশ। এতে কর্মহীন হয়ে পড়ে এই পত্রিকার হাজারও সাংবাদিক। হয়রানি থেকে মাহমুদুর রহমানের স্ত্রী ও বৃদ্ধা মা পর্যন্ত রেহাই পাইনি। সাংবাদিক অলি উল্লাহ নোমানকে নির্বাসিত জীবনযাপন করতে হচ্ছে শুধুমাত্র সত্য লেখার কারণে।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, দেশের ছাত্রজনতা জেগে উঠে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতন ঘটিয়েছে। অধ্যাপক ইউনুস স্যার এখন রাষ্ট্র পরিচালনা করছেন। এসব কথা তুলে ধরে তিনি আমার দেশ খুলে দেওয়া, ক্ষতিপূরণ প্রদান ও মাহমুদুর রহমানকে বীরোচিত সংবর্ধনা দিয়ে দেশে ফেরানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি এম আব্দুল্লাহ সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন বিএফইউজে সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন গাজী, মহাসচিব কাদের গণি চৌধুরী। আরও বক্তব্য দেন কবি আবদুল হাই শিকদার, পেশাজীবী নেতা অধ্যক্ষ সেলিম মোহাম্মদ সেলিম ভূঁইয়া, রেজাউল করিম রিজু, জাতীয় প্রেসক্লাব সভাপতি কবি হাসান হাফিজ, সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ, সাবেক সভাপতি মোরসালিন নোমানী, ডিইউজে সভাপতি শহিদুল ইসলাম, সাংবাদিক নেতা বাকের হোসাইন, পেশাজীবী নেতা শামিমুর রহমান শামিম, সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম কাগজী ও শাহজাহান সাজু প্রমুখ।
বিএফইউজে সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন গাজী বলেন, সম্পূর্ণ অন্যায় ভাবে আমারদেশ বন্ধ করে দিয়েছিল ফ্যাসিস্ট হাসিনা সরকার। মাহমুদুর রহমানের ওপর যে নির্যাতন হয়েছে, দৈনিক অমার দেশ বন্ধ করে দিয়ে যে আর্থিক ক্ষতি করা হয়েছে, তার ক্ষতিপূরণ দিতে হবে।