বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন চার উপদেষ্টা
সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের নবনিযুক্ত চার উপদেষ্টা। আজ শনিবার (১৭ আগস্ট) বিকেলে জাতীয় স্মৃতিসৌধের শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, পরিকল্পনা ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত (প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী) উপদেষ্টা আলী ইমাম মজুমদার।
এ সময় শহীদদের আত্মার শান্তি কামনায় কিছু সময় নীরবতা পালন করেন তারা। পরে নবনিযুক্ত অন্তর্বর্তীকালীন সরকারের চার উপদেষ্টা স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এর পর প্রত্যেকে একটি করে গাছের চারা রোপণ করেন।
পরিকল্পনা ও শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, ছাত্ররা ১৯৫২ সাল থেকেই নতুন দিনের সূচনা করেছে। এবারের আন্দোলন সবকিছুকে ছাড়িয়ে গেছে। বর্তমানে বাংলাদেশকে পুনর্নিমাণই আমাদের বড় চ্যালেঞ্জ।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের সংযুক্ত উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, বাংলাদেশকে পূর্ণ নির্মাণ একটা বড় চ্যালেঞ্জ। প্রশাসনকে গতিশীল করে জনগণের সেবা দিতে কাজ করার প্রত্যয় নিয়েই আমরা যাত্রা করছি।