শহীদ নাইমা-রাকিবের পরিবারের পাশে ‘আমরা বিএনপি পরিবার’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত নাইমা সুলতানা ও রাকিব হাসানের পরিবারের পাশে দাঁড়িয়েছে ‘আমরা বিএনপি পরিবার’। আজ মঙ্গলবার (২০ আগস্ট) বিকেলে রাজধানীর উত্তরায় নাইমা সুলতানার বাসায় শোকাহত পরিবারের সঙ্গে দেখা করে বিএনপির প্রতিনিধি দল।
আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের পক্ষ থেকে নাইমা সুলতানার পরিবারের প্রতি সহমর্মিতার বার্তা পৌঁছে দেন সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তার। এ সময় উপস্থিত ছিলেন—সংগঠনটির সদস্য মুসতাকিম বিল্লাহ, জাতীয়তাবাদী ছাত্রদলের সহসভাপতি হাবিবুল বাশার, ছাত্রদলের এজিএস জান্নাতুল নওরীন উর্মি, ইডেন মহিলা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জান্নাতুল ফেরদৌস, ছাত্রদলের সাবেক ত্রাণ ও দুর্যোগ ব্যানস্থাপনা সম্পাদক আজিম উদদীন মেরাজ, উত্তরা আধুনিক হাসপাতালের ডাক্তার তৌহিদ ও ডাক্তার নীল প্রমুখ।
শহীদ নাইমা সুলতানা উত্তরার মাইলস্টোন স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী এবং ফাস্ট গার্ল ছিল। তার মা আইনুন নাহার জানিয়েছেন, নাইমার স্বপ্ন ছিল সে একদিন ডাক্তার হবে। গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলর সময় রাজধানীর উত্তরার ৯ নং সেক্টরের ৫ নং রোডের শেষ বাড়িটির চতুর্থ তলার বেলকুনিতে মাথায় গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি।
এ ছাড়া রাজধানীর মোহাম্মদপুরে আইটি জেড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী শহীদ রাকিব হাসানের শোকাহত পরিবারের সঙ্গে দেখা করেছে আমরা বিএনপি পরিবার সংগঠনটির সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন—জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্মসাধারণ সম্পাদক শাহাদত হোসেন, সহসভাপতি রেহানা আক্তার শিরিন, সহসাংগঠনিক সম্পাদক ফারজানা আক্তার মিতু প্রমুখ।