রাজু ভাস্কর্য প্রাঙ্গণে চলছে গণত্রাণ সংগ্রহ : বিকেল পর্যন্ত জমা সাড়ে ৩৯ লাখ টাকার বেশি
বন্যার্তদের সাহায্যের উদ্দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজন করা হয় জরুরি সংযোগ কনসার্ট। তারই পাশে চলে গণত্রাণ সংগ্রহের কর্মসূচি। আজ শুক্রবার (২৩ আগস্ট) বিকেল ৫টা পর্যন্ত ওই ত্রাণ তহবিলে জমা হয়েছে ৩৯ লাখের বেশি টাকা। আজ এই ত্রাণ সংগ্রহ চলবে রাত ১০টা অবধি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক আইডিতে এই তথ্য জানান। পোস্টে তিনি লেখেন, টিএসসি গণত্রাণ কর্মসূচি থেকে আজ শুক্রবার বিকেল ৫টা পর্যন্ত ৩৯ লাখ ৩৫ হাজার ২৭২ টাকা নগদ সংগ্রহ করা হয়েছে। আজ রাত ১০টা পর্যন্ত অর্থ সংগ্রহ চলবে।
আজ বিকেলে রাজু ভাস্কর্যের পাদদেশে জরুরি সংযোগ কনসার্টটি শুরু হয়। কনসার্টের মিডিয়া পার্টনার বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভি। কনসার্টে শিল্পীরা কুমিল্লা, নোয়াখালী, ফেনীসহ দেশের বিভিন্ন জেলার বন্যার্তদের সাহায্যের জন্য বিনা পারিশ্রমিকে গান গাইছেন।
রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ত্রাণ নিয়ে সেখানে উপস্থিত হচ্ছে মানুষ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সাড়া দিয়ে পানি, শুকনো খাবার, ওষুধসহ জরুরি সেবার নানা উপকরণ দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তারা। বাদ যায়নি শিশুরাও। তৃতীয় শ্রেণিতে পড়ুয়া আনায়া জানায়, চার বছর ধরে একটু একটু করে টাকা জমাচ্ছিল সে। উদ্দেশ ছিল, পবিত্র ওমরাহে যাবে। আজ সেই টাকার ব্যাংটি ত্রাণ তহবিলে জমা দিয়েছে।
দুই মাসের শিশু মুগ্ধকে কোলে নিয়ে এসেছিলেন মা। শিশুটি কিছুই বোঝে না এখন। তবে ‘মানুষ মানুষের জন্য’ শিক্ষা দিতে মুগ্ধর হাত দিয়ে টাকা ত্রাণ তহবিলে জমা দেন মুগ্ধর মা। নাম জিজ্ঞেস করতেই বলেন, কাকতালীয় হলেও কোটাবিরোধী আন্দোলনে শহীদ মুগ্ধর নামে ছেলেটির নাম। তাই তিনি চান, বড় হয়ে মুগ্ধর মতোই মানবিক হয়ে মুগ্ধতা ছড়াক তার কোলের শিশুটি।