লক্ষ্মীপুরে বন্যাদুর্গত এলাকায় ‘আসুন কিছু করি’র ত্রাণসামগ্রী বিতরণ
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার প্রত্যন্ত ইউনিয়ন চর কাদেরিয়া ও চরবসুতে ত্রাণসামগ্রী বিতরণ করেছে ‘আসুন কিছু করি’ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির স্বেচ্ছাসেবকরা। স্বেচ্ছাসেবী সংগঠনটির পক্ষ থেকে রোববার ও সোমবার বন্যায় ক্ষতিগ্রস্ত ৭০০ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী প্রদান করা হয়।
ত্রাণের প্রতিটি প্যাকেটে ৫ কেজি করে চাল, ১ কেজি ডাল, ১ কেজি আটা, ৫০০ মিলি তেল, ৫০০ গ্রাম চিনি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, বিস্কিট, ২৫০ গ্রাম চিড়া, ২০০ গ্রাম মুড়ি, ২ লিটার পানি, স্যালাইন ও জরুরি ওষুধ, পরিধেয় বস্ত্র, স্যানিটারি ন্যাপকিন ও শিশুখাদ্য ছিল।
‘আসুন কিছু করি’র স্বেচ্ছাসেবকরা প্রত্যন্ত অঞ্চলে গিয়ে সরেজমিনে ক্ষতিগ্রন্তদের দেখে আগে টোকেন দিয়ে আসেন। পরবর্তীতে বন্যাদুর্গতরা সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে ত্রাণসামগ্রী নিয়ে যান।
এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. হাসানুল ইসলাম রায়হান, লাবিব, জাবেরসহ প্রায় ১৫ জন স্বেচ্ছাসেবক।
বন্যাদুর্গত এলাকায় শিশুখাদ্যের ঘাটতি রয়েছে উল্লেখ করে ‘আসুন কিছু করি’র সভাপতি হাসানুল ইসলাম রায়হান অন্যান্য স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলোকে রাস্তার পাশে গড়পড়তা ত্রাণ না দিয়ে গ্রামের ভেতরের প্রত্যন্ত এলাকায় ত্রাণ পৌছানোর আহ্বান জানান।
‘আসুন কিছু করি’ সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি গত ১০ বছর ধরে কর্মসংস্থান তৈরি, পরিচ্ছন্নতা ও ডেঙ্গু নিয়ন্ত্রণ, চিকিৎসাসেবা, ফ্রি অক্সিজেন সেবা, রক্তদান, এতিম ও অসহায় শিশুদের শিক্ষার দায়িত্ব গ্রহণসহ নানাবিধ সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে৷