এনটিভির সেই ভিডিও দেশের মানুষকে জাগিয়ে তুলেছিল : সমন্বয়ক মাসউদ
সাহসের সঙ্গে আবু সাঈদ হত্যাকাণ্ডের ঘটনা তুলে ধরার জন্যে এনটিভির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ বলেন, আবু সাঈদকে হত্যার ছবি এনটিভি প্রকাশ না করলে হয়তো এখনো শেখ হাসিনা মানুষের ওপর গুলি চালাতো। এনটিভির সেই ভিডিও দেশের মানুষকে জাগিয়ে তুলেছিল।
আজ বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেলে এনটিভির প্রধান কার্যালয়ে আবু সাঈদের হত্যাকাণ্ডের ঘটনা তুলে আনা এনটিভির রংপুরের সিনিয়র করেসপন্ডেন্ট এ কে এম মঈনুল হক এবং স্টাফ ক্যামেরাপারসন আসাদুজ্জামান আরমানের সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে আব্দুল হান্নান মাসউদ এ কথা বলেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আশফাক উদ্দিন আহমেদ, পরিচালক নুরুদ্দীন আহমেদ, এনটিভির হেড অব নিউজ জহিরুল আলম, যুগ্ম প্রধান বার্তা সম্পাদক ফখরুল আলম কাঞ্চন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক কেন্দ্রীয় সমন্বয়ক নুসরাত তাবাসসুম। এছাড়াও এনটিভির বিভিন্ন বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন।