সিরাজগঞ্জে চালককে হত্যা করে মিশুক ছিনতাই
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/09/07/shirajgonj.jpg)
ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার ভুইয়াগাতি দেশ ইটভাটা এলাকায় হাত-পা বাধা মিশুকচালকের মরদেহ। ছবি : এনটিভি
সিরাজগঞ্জের সলঙ্গায় মঞ্জিল শেখ নামে এক চালককে হত্যা করে মিশুক গাড়ি নিয়ে পালিয়েছে ছিনতাইকারীরা। আজ শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সলঙ্গা থানার দেশ ইটভাটা এলাকা থেকে হাত-পা বাধা অবস্থায় মিশুক চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত মিশুকচালক মঞ্জিল শেখ জেলার সলঙ্গা থানার রঘুনাথপুর গ্রামের মৃত আসাদ আলীর ছেলে।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম রবিউল ইসলাম জানান, দুদিন আগে মিশুকগাড়ি নিয়ে বের হয় মঞ্জিল শেখ। এরপর থেকে নিখোঁজ ছিলেন। আজ শনিবার সকালে ঢাকা-বগুড়া মহাসড়কের সিরাজগঞ্জের সলঙ্গা থানার ভুইয়াগাতি দেশ ইটভাটা এলাকায় হাত-পা বাধা মরদেহ পরে থাকতে দেখে পুলিশকে জানায় স্থানীয়রা।
ওসি আরো বলেন, ধারণা করা হচ্ছে মিশুক ছিনতাই করার জন্য চালককে হত্যা করা হয়েছে। চালককে হত্যার পর মিশুক নিয়ে পালিয়ে গেছে ছিনতাইকারীরা।