নিখোঁজ পলাশ দেবনাথের সন্ধান চেয়ে থানায় জিডি বাবার
রাজধানীতে কর্মস্থলে গমনের উদ্দেশে বাসা থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ পলাশ দেবনাথের সন্ধান চেয়ে কোতয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার বাবা নয়ন দেবনাথ। গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) এ জিডি করা হয়।
জিডিতে বাবা নয়ন দেবনাথ বলেন, ‘আমার ছেলে পলাশ দেবনাথ (২৭) গায়ের রং উজ্জ্বল শ্যামলা, মুখমণ্ডল গোলাকার, উচ্চতা অনুমান ৫ ফুট ৭ ইঞ্চি, স্বাস্থ্য ভালো। সে দীর্ঘদিন ধরে অত্র থানাধীন ৫৩নং রাধিকা মোহন বসাক লেন তাঁতিবাজার (ষষ্ঠ তলা) বাসা ভাড়া দিয়ে বসবাস করে আসছিল। এমতাবস্থায় প্রতিদিনের মতো গত ৮ সেপ্টেম্বর সকাল আনুমানিক ১০টার দিকে তার রুমমেট বিজয় বিশ্বাসের সঙ্গে কাজের উদ্দেশে বাসা থেকে বের হয়। এরপর থেকে আমার ছেলে আর বাসায় ফিরে আসেনি। তার ব্যবহৃত মোবাইল নম্বর দুটি বন্ধ পাওয়া যাচ্ছে। আমার আত্মীয়-স্বজনসহ সব স্থানে খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। খোঁজাখুঁজি অব্যাহত আছে। তাই ভবিষ্যতের জন্য সাধারণ ডায়েরি করা একান্ত প্রয়োজন।’
পলাশ দেবনাথ শার্ট-প্যান্ট পরিহিত ছিল। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার উত্তর কামলাবাজ। পলাশ দেবনাথের সন্ধান পেলে মোবাইল নম্বরে (০১৭৫১৭৩৫৭৫৪) যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।