হাসপাতালে শিশু মৃত্যু ঘটনায় তদন্ত কমিটি গঠন
জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় এক বছর নয় মাস বয়সী আব্দুর রহমান নামের শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠিত হয়েছে। গত শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে চিকিৎসা অবহেলায় ওই শিশু মৃত্যুর অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) তদন্ত কমিটি গঠন করে হাসপাতাল কর্তৃপক্ষ।
জামালপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মুহা. মাহফুজুর রহমান জানান, গত ৭ সেপ্টেম্বর সকালে মাদারগঞ্জ উপজেলার তারতাপাড়া গ্রামের সুজন আকন্দের শিশু সন্তান আব্দুর রহমানকে অসুস্থ অবস্থায় হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি করে তার পরিবার। পরে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাতেই শিশুটির মৃত্যু হয়। এই ঘটনায় গত ১২ সেপ্টেম্বর শেখ হাসিনা মেডিকেল কলেজের শিশু বিভাগের বিভাগীয় প্রধান ডা. আ. খালেককে সভাপতি করে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন শেখ হাসিনা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান ডা. আবুল কালাম আজাদ, জেলা প্রশাসকের মনোনীত একজন প্রতিনিধি, জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত উপসেবা তত্ত্বাবধায়ক লাইলি বেগম ও হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. শামীম ইফতেখার। এই কমিটিতে সদস্য সচিব হিসেবে কাজ করবেন ডা. শামীম ইফতেখার। তদন্ত কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন প্রদানের জন্য বলা হয়েছে। তবে খোঁজ নিয়ে জানা গেছে, ঘটনার চার দিন পর তদন্ত কমিটি গঠিত হয়, কিন্তু কমিটিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকার কথা থাকলেও এখনও কাউকে যুক্ত করা হয়নি। তাই পূর্ণাঙ্গভাবে কমিটি গঠিত না হওয়ায় কাজ শুরু করতে পারেনি তদন্ত কমিটি।
মৃত শিশু আব্দুর রহমানের চাচা তরিকুল ইসলাম চিকিৎসায় অবহেলায় তার ভাতিজার মৃত্যুর অভিযোগ করে বলেন, ‘আমি জামালপুর সদর থানায় এ ব্যাপারে অভিযোগ করলেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। হাসপাতাল থেকেও আমাদের সঙ্গে কেউ কোনো যোগাযোগ করেনি। আমরা ন্যায়বিচার পাব কি না, তা নিশ্চিত নই।’
নাগরিক অধিকারকর্মী অ্যাডভোকেট ইউসুফ আলী বলেন, ‘তদন্ত কমিটি পূর্ণাঙ্গভাবে গঠন না হওয়ায় শিশু মৃত্যুর প্রকৃত ঘটনা উদঘাটন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। তাই হাসপাতালে সেবা নিতে আসা রোগীদের যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করা নিয়ে সচেতন মহল উদ্বিগ্ন।’
এ প্রসঙ্গে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বলেন, শিশু মৃত্যুর ঘটনায় শিশুর চাচা তরিকুল ইসলাম থানায় অভিযোগ করেছেন। তাঁর অভিযোগ গ্রহণ করা হয়েছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে।
এ ব্যাপারে তদন্ত কমিটির প্রধান ডা. আ. খালেক বলেন, ‘মেডিকেল কলেজের শিক্ষার্থীদের পরীক্ষা চলমান থাকায় ও জেলা প্রশাসকের প্রতিনিধি নির্ধারণ না হওয়ায় তদন্ত কমিটি কাজ শুরু করতে পারেনি। আমরা সময় বৃদ্ধির জন্য আবেদন করব।’
জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা অবহেলায় মৃত ওই শিশুকে নিয়ে জামালপুর জেলা প্রেসক্লাবে আসে শিশুটির পরিবার ও স্বজনরা। বিভিন্ন গণমাধ্যমে ওই শিশুর মৃত্যু নিয়ে সংবাদ প্রচারিত হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। শিশুর মরদেহ নিয়ে প্রেসক্লাবে আসার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। প্রশ্ন উঠে হাসপাতালে রোগীদের সেবা দানে কর্তব্যরত চিকিৎসক, নার্স ও অন্যদের যথাযথ দায়িত্ব পালন নিয়ে।