সাবেক তিন সিইসিসহ কমিশনারদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
চট্টগ্রামে নির্বাচন কমিশনের বিগত তিনটি জাতীয় নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনারসহ কমিশনারদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও প্রতারণার মামলা হয়েছে। মামলায় ১৮ জন বিবাদীর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের নামও রয়েছে।
আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালতে মামলাটি করেন মুক্তিযোদ্ধা মো. একরামুল করিম।
সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনার হলেন কাজী রকিবউদ্দীন আহমদ, নুরুল হুদা ও কাজী হাবিবুল আউয়াল। এদের মধ্যে কাজী হাবিবুল আউয়াল সম্প্রতি স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর স্বেচ্ছায় পদত্যাগ করেন।
আদালতে মামলার বাদী মো. একরামুল করিম অভিযোগ করেন, ২০১৪, ১৮ ও ২৪ সালে জনগণের অংশ গ্রহণ ব্যতিরেকে প্রহসনের নির্বাচন আয়োজন করেন অভিযুক্তরা। এর মধ্যদিয়ে সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধানের শপথ ভঙ্গ করেছেন তাঁরা। যা রাষ্ট্রদ্রোহসহ প্রতারণার শামিল। কারণ এর মধ্য দিয়ে দেশে স্বৈরাচারী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা হয়েছে।
ভবিষ্যতে দেশের মানুষের অধিকার হরণে যাতে আর কেউ সাহস না পায় সে লক্ষ্যে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন মামলার বাদী।
মামলাটি আমলে নিয়ে পদস্থ পুলিশ কর্মকর্তার মাধ্যমে অভিযোগ তদন্তের আদেশ দিয়েছেন বলে জানান বাদী পক্ষের আইনজীবী মো. কফিল উদ্দিন।