যে কারণে মেট্রোরেল বন্ধ, সন্ধ্যার মধ্যে চালুর আশা
বিজয় সরণি ও মতিঝিল এলাকায় মেট্রোরেলের নিচের পাতের স্প্রিং সরে যাওয়ায় চলাচল বন্ধ রয়েছে মেট্রোরেল। সকাল থেকে বন্ধ হওয়ার পর থেকে এ নিয়ে কাজ করছে কর্তৃপক্ষ। আশা করা হচ্ছে মেট্রোরেল চালু হতে সন্ধ্যা পর্যন্ত সময় লাগবে।
আজ বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে এনটিভি অনলাইনকে ডিএমটিসিএলের উপসচিব এ কথা বলেন।
নাজমুল ইসলাম ভূইয়া বলেন, ‘বিজয় সরণি ও মতিঝিল এলাকায় মেট্রোরেলের নিচের পাতের স্প্রিং সরে গেছে। এ কারণে মেট্রোরেল চলাচলা বন্ধ রয়েছে। টেকনিক্যাল টিম কাজ করছে, সুনির্দিষ্ট করে বলা কঠিন। তবে আশা করি সন্ধ্যার মধ্যে ঠিক হয়ে যাবে।’
আজ সকাল ৯টা ৪০ মিনিট থেকে বন্ধ হওয়ায় চরম ভোগান্তিতে পড়েন মেট্রোরেলে চলাচলরত যাত্রীরা। সকালের এ ঘটনায় যাত্রীদের মেট্রোরেলের স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করতে দেখা গেছে।
এর আগে এক ক্ষুদেবার্তায় ডিএমটিসিএল জানিয়েছে, অনিবার্য কারণবশত সকাল ৯টা ৪০ মিনিট থেকে আগারগাঁও থেকে মতিঝিল অংশের ট্রেন চলাচল সাময়িক বন্ধ আছে। তবে উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশে ট্রেন চলাচল স্বাভাবিক আছে। ত্রুটি সারিয়ে আগারগাঁও থেকে মতিঝিল অংশের ট্রেন চলাচল স্বাভাবিক হলে পরবর্তীতে জানানো হবে বলেও ওই ক্ষুদেবার্তায় উল্লেখ রয়েছে।