পর্বতারোহী শায়লা বীথির ওপর হামলা
রাজধানীর ধানমণ্ডিতে ফুটওভার ব্রিজ পার হওয়ার সময় অজ্ঞাত দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন বাংলাদেশি পর্বতারোহী শায়লা বীথি। আজ শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ধানমণ্ডি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনের ফুটওভারব্রিজে এ ঘটনা ঘটে।
শেরেবাংলা নগর থানার ওসি মোজাম্মেল হক বলেন, 'শায়লা বীথি যখন ফুটওভার ব্রিজ থেকে নামছিলেন, তখন একদল লোক পেছন থেকে তার ওপর হামলা করে এবং তার চুল ধরে টানাহেঁচড়া করে। তিনি সিঁড়িতে পড়ে গিয়ে আহত হন। তিনি হামলাকারীদের চেননে না। আমরা ঘটনাস্থলে একটি টিম পাঠিয়েছি। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
বীথির স্বামী সাংবাদিক তৈমুর ফারুক তুষার তার ফেসবুক পেজে হামলার বিস্তারিত তুলে ধরেন। তুষার লিখেছেন, ‘(বিথীর) ঠোঁট ফেটে গেছে। সারা শরীরে আঘাত করা হয়েছে।’ তিনি অপরাধীদের চিহ্নিত করতে এবং তাদের বিচারের আওতায় আনতে এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
এরপর বিথী পরে মোহাম্মদপুর থানায় অভিযোগ দায়ের করতে যান। তবে আক্রমণের স্থান শেরেবাংলা নগর থানার অধীনে হওয়ায় সেখানে যেতে বলা হয়। অভিযোগের ভিত্তিতে শেরেবাংলা নগর থানার একটি দল ঘটনাস্থলে যায়।
এদিকে, প্রকাশ্য দিবালোকে এ জাতীয় ঘটনা ঘটায় নারী অধিকার কর্মী খুশী কবির এই হামলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং ঢাকার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে জননিরাপত্তার দিকে নজর দিতে জোর দিয়েছেন।
২০২১ সালের অক্টোবরে হিমালয়ের আইল্যান্ড পিক জয় করেন বিথি। ২০১৮ সালের মে মাসে তিনি প্রথম বাংলাদেশি নারী হিসেবে তিব্বতের লাকপা রি (৭,০৪৫ মিটার) জয় করেন। ২০১৯ সালের মে মাসে তিনি প্রথম বাংলাদেশি নারী হিসেবে হিমালয়ের তাশি লাপচা পাসে (৫,৭৫৫ মিটার) উঠেন।