জাবিতে ছাত্রলীগনেতা শামীম হত্যা : গাজীপুর থেকে আরেক আসামি গ্রেপ্তার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রাক্তন শিক্ষার্থী ও সাবেক ছাত্রলীগ নেতা শামীম আহমেদ ওরফে শামীম মোল্লাকে গণপিটুনিতে হত্যার ঘটনায় গাজীপুর থেকে এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার (২২ সেপ্টেম্বর) ভোরে গাজীপুর জেলার জয়দেবপুর থানার হোতাপাড়া এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া শিক্ষার্থীর নাম মাহমুদুল হাসান রায়হান। তার বাড়ি গাজীপুরের দক্ষিণ সালনার আরালিয়া গ্ৰামে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাভার সার্কেল শাহীনুর কবির। তিনি জানান, হত্যাকাণ্ডের পরপর শিক্ষার্থী মাহমুদুল হাসান রায়হান তার ফুফুর বাড়িতে আত্মগোপন করেছিলেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে অভিযান চালিয়ে আটক করা হয়। আশুলিয়া থানায় দায়ের করা হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রোববার দুপুরে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হবে। তার সাত দিনের রিমান্ড চাওয়া হবে।
গ্রেপ্তার হওয়া মাহমুদুল হাসান রায়হান ইংরেজি বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী । তিনি বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হলে থাকতেন।
অপরদিকে, নিহত শামীম মোল্লা সাভারের আশুলিয়ার কাঠগড়া এলাকার ইয়াজ উদ্দিন মোল্লার ছেলে। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০০৯-১০ শিক্ষাবর্ষের (৩৯ ব্যাচ) ইতিহাস বিভাগের শিক্ষার্থী ছিলেন। ২০২২ সালে তিনি মাস্টার্স পাস করেন।
গত বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত ক্যাম্পাস চার দফা পিটিয়ে হত্যা করা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ ওরফে শামীম মোল্লাকে। স্বজনদের অভিযোগ, শেষবার পুলিশের গাড়িতে তোলার পরও তাকে মারা হয়।
এ ঘটনায় অভিযোগ উঠার পর আট শিক্ষার্থীকে বহিষ্কার এবং তাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. স্বাধীন সেনকে সভাপতি করে গঠন করা হয় পাঁচ সদস্যের তদন্ত কমিটি। কমিটিকে ৩০ কর্মদিবসের মধ্যে তদন্ত করে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।