তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানের সাজা স্থগিতের সিদ্ধান্ত
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানকে আদালতের দেওয়া সাজা এক বছরের জন্য স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ রোববার (২৯ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এনটিভি অনলাইনকে জানান, এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, এখনও প্রজ্ঞাপন জারি হয়নি। আগামীকাল প্রজ্ঞাপন জারি হতে পারে।
গত বছরের ২ আগস্ট জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৯ বছর ও তার স্ত্রী জুবাইদা রহমানের তিন বছরের কারাদণ্ড দেন আদালত। একইসঙ্গে আদালত তারেক রহমানের জ্ঞাত আয়বহির্ভূত দু কোটি ৭৪ লাখ ৯৩ হাজার ৮৭ টাকার সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আদেশ দেন। এ ছাড়া তারেককে তিন কোটি টাকা ও জুবাইদাকে ৩৫ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমান, জুবাইদা রহমানসহ তিনজনের বিরুদ্ধে রাজধানীর কাফরুল থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।