সাগর-রুনি হত্যা মামলায় লড়বেন আইনজীবী শিশির মনির
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্তভার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআইকে দেয়ার জন্য আবেদন করা হবে বলে জানিয়েছেন ঐ মামলার নতুন আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।
দুপুরে হাইকোর্টে সংবাদিকদের কাছে এ কথা জানান তিনি। ফৌজদারি কার্যবিধির ৪৯৩ ধারা অনুযায়ী চাঞ্চল্যকর সাগর-রুনি হত্যা মামলার স্বাধীন আইনজীবী হিসেবে তাকে নিযুক্ত করা হয়েছে বলেও জানান শিশির মনির। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনিকে নির্মমভাবে হত্যার পর তদন্ত রিপোর্ট প্রদানের জন্য এখন পর্যন্ত ১১৩ বার সময় পেছানো হয়েছে বলে জানান এই আইনজীবী। দ্রুত সময়ের মধ্যে সাগর-রুনি হত্যা মামলার রহস্য উম্মোচন হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সাগর-রুনি হত্যা মামলায় লড়বেন শিশির মনির। বিস্তারিত দেখুন ভিডিওতে।