সাগর-রুনি হত্যায় সরকার ও প্রভাবশালী ব্যক্তিরা জড়িত : শিশির মনির
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের সঙ্গে বিগত সরকার ও তাদের প্রভাবশালী ব্যক্তিরা জড়িত বলে জানিয়েছেন আলোচিত এই মামলার নবনিযুক্ত আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
আজ রোববার (১৩ অক্টোবর) সুনামগঞ্জ পৌর শহরের একটি হোটেলের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মোহাম্মদ শিশির মনির এ কথা বলেন।
শিশির মনির বলেন, গণমাধ্যম এবং সরকারের বাইরের মানুষও জড়িত আছেন বলে তথ্য পাওয়া গেছে। সাগর-রুনির শরীরে দুজন মানুষের ডিএনএ পাওয়া গেছে। তাদের শনাক্ত করার কাজ চলছে। এই মামলা চালাতে বর্তমান সরকারের পক্ষ থেকে বাধা দেওয়া হচ্ছে না। তাই বিগত সরকারের আমলে যেখানে এসে থেমে গিয়েছিল সেখান থেকে মামলা শুরু হয়েছে। তদন্ত শেষে আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরা হবে।
শিশির মনির আরও জানান, যেহেতু মামলা তদন্তাধীন তাই এর বেশি কিছু বলা যাবে না। আগামীকাল সোমবার বিকেলে একটি মিটিং আছে। এরপর আরও তথ্য দেওয়া যাবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা তোয়ায়েল আহমদ খাঁন, নায়েবে আমির অ্যাডভোকেট মো. শামস উদ্দিন, অফিস সম্পাদক মো. নুরুল ইসলাম। সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি পঙ্কজ দে, সাধারণ সম্পাদক এ আর জুয়েল, সদস্য বদলুল কাদির সিহাব প্রমুখ।