ভারতে অনুপ্রবেশ ঠেকাতে সতর্কতা জারি বিজিবির
সাতক্ষীরা সীমান্তে অনাকাঙ্ক্ষিত পরিণতি ও মৃত্যু ঝুঁকি এড়াতে অবৈধ অনুপ্রবেশ বা অসতর্কতামূলক সীমান্ত অতিক্রম থেকে বিরত থাকতে সবাইকে অনুরোধ জানিয়েছে সাতক্ষীরা ৩৩ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ মঙ্গলবার (১ অক্টোবর) ৩৩ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক এক মতবিনিময় সভায় এই সতর্কতা জারি করেন।
মতবিনিময় সভায় ৩৩ বিজিবি অধিনায়ক বলেন, বিএসএফ কর্তৃক সীমান্তে বল প্রয়োগ ও গোলাগুলি হওয়ার আশঙ্কা আছে। বাংলাদেশি নাগরিক কর্তৃক অবৈধভাবে সীমান্ত অতিক্রম করলে বিএসএফের হাতে জীবননাশের ঝুঁকি রয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশি নাগরিক বিশেষ করে সীমান্তবর্তী জনসাধারণকে সীমান্তের অপর প্রান্তে যেকোনো অনাকাঙ্খিত ও প্রাণ-হানিকর পরিস্থিতি এড়াতে অবৈধ অনুপ্রবেশ বা অসতর্কতাবশত সীমান্ত অতিক্রম করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশি নাগরিক অথবা দুষ্কৃতকারীর মাধ্যমে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করার তথ্য বিজিবিকে জানানোর অনুরোধ করেন।