খাগড়াছড়ির রামগড়ে বজ্রাঘাতে নিহত ১
খাগড়াছড়ির রামগড় উপজেলার ফেনীরকুলের কাঁঠালবাড়ি এলাকায় নুরুল আফছার (প্রকাশ আফছার) ড্রাইভার (৪৫) বজ্রাঘাতে মারা গেছেন। আজ বুধবার (২ অক্টোবর) দুপুরে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে তিনি এই দুর্ঘটনার শিকার হন।
নিহত আফছার ড্রাইভারের বাবার নাম আব্দুল কুদ্দুস।
আফছার ড্রাইভারের বড়ভাই বেলাল হোসেন জানান, তিন ছেলে সন্তানের বাবা আফছার জেঠাতো বোনের জামাই আবুল কালামের সঙ্গে ঘাস কাটার জমিতে গিয়েছিলেন। দুপুরে বৃষ্টিপাত শুরু হলে বজ্রাঘাতে তিনি আহত হন। এরপর ঘটনাস্থল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ খবর ছড়িয়ে পড়লে আত্মীয়স্বজন ও প্রতিবশীরা আফছার ড্রাইভারের বাড়িতে ছুটে যান।
এ বিষয়ে জানতে চাইলে রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন বলেন, স্বজনরা মরদেহ দাফনের জন্য বাড়ি নিয়ে গেছে। থানায় একটি অপমৃত্যুর মামলা হবে।
এ বিষয়ে জানতে রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিনের সরকারি মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে বন্ধ পাওয়া যায়।