সিলেটে হা-শো সিজন-৭-এর অডিশন
সিলেটে বৃষ্টিভেজা দিনে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ইন্টারন্যাশনাল টেলিভিশন চ্যানেল লিমিটেড এনটিভির জনপ্রিয় রিয়েলিটি শো ‘মার্সেল প্রেজেন্টস হা-শো’র সিজন-৭-এর অডিশন। এ উপলক্ষে আজ শনিবার (৫ অক্টোবর) দিনভর মুখর ছিল সিলেট জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ।
বিভাগীয় শহর সিলেট ছাড়াও সুনামগঞ্জ, হবিগঞ্জ ও চায়ের রাজধানী মৌলভীবাজারের প্রত্যন্ত চা বাগান থেকেও অডিশনে অংশ নিতে ছুটে আসেন প্রতিযোগীরা।
অডিশন থেকে বিচারকদের বিচারে সেরা প্রতিযোগীরা অংশ নেবেন মার্সেল হা-শোর মূল অনুষ্ঠানে। বৃষ্টিভেজা দিনের সকাল থেকেই সিলেট শিল্পকলা একাডেমিতে আসেন প্রতিযোগীরা। তাদের মনে ছিল উচ্ছ্বাস, এনটিভি ও হা-শোর জন্য ভালোবাসা এবং সবাইকে হাসিতে ভরিয়ে রাখতে নতুন কিছু করার প্রত্যয়।
সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে সকাল ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রতিযোগীদের উপস্থিত রেজিস্ট্রেশন চলে। দুপুর ১টার পর অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় অডিশন। অডিশন রাউন্ডের শুরুতে প্রতিযোগীদের স্বাগত জানিয়ে দিকনির্দেশনা দেন হা-শোর যৌথ পরিচালক জাহাঙ্গীর চৌধুরী ও কাজী মো. মোস্তফা।
অডিশনে বিচারক প্যানেলের দায়িত্বে ছিলেন স্ট্যান্ড আপ কমেডিয়ান ইসতিয়াক নাসির, স্ট্যান্ড আপ কমেডিয়ান ও অভিনেতা শাওন মজুমদার এবং অভিনেত্রী সুষমা সরকার।
হা-শোর যৌথ পরিচালক জাহাঙ্গীর চৌধুরী জানান, দুই শতাধিক প্রতিযোগির মধ্যে তিনজন যাচ্ছেন মূলপর্বে। তবে প্রতিযোগিরা সবাই দারুণ ছিলেন।