আহত হাতি ক্রেন দিয়ে উদ্ধার করে সাফারি পার্কে হস্তান্তর
চট্টগ্রামের লোহাগাড়ায় রেললাইনে ট্রেনের ধাক্কায় আহত হাতিটি ১২ ঘণ্টা পর উদ্ধার করে ডুলাহাজারা সাফারি পার্কে হস্তান্তর করা হয়েছে। আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় দিকে রেলওয়ে পূর্বাঞ্চলের উদ্ধারকারী ট্রেনের মাধ্যমে হাতিটিকে দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়।
চুনতি অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ১৩ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে ঢাকাগামী কক্সবাজার স্পেশাল ট্রেন হুইলসেল দিয়ে চুনতি বন্যহাতি চলাচলের জন্য নির্মিত ওভারপাস অতিক্রম করছিল। এ সময় একটি বন্যহাতির পাল ওভারপাসের উত্তর পাশে রেললাইন পার হচ্ছে দেখে চালক ট্রেনটির গতি কমিয়ে দেন। এরপর সব হাতি পার হতে পারলেও একটি হাতি রেললাইনে থেকে যায়। ওই হাতিটি ট্রেনের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়।
চুনতি অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা মাহমুদ হোসেন বলেন, ‘চুনতি অভয়ারণ্যের রাস্তার পরিস্থিতি খারাপ থাকায় আহত হাতিকে উদ্ধার করা প্রায় অসম্ভব হয়ে গিয়েছিল। পরে পূর্বাঞ্চল রেলওয়ের সহায়তায় আজ ভোর ৪টা থেকে উদ্ধার কার্যক্রম শুরু হয়। প্রথমে হাতির মেরুদণ্ডে দুটি ভাঙন নিশ্চিত করলেও পরবর্তী সময়ে আরও ভাঙন পাওয়া গেছে। তাই অধিক সাবধানতায় ক্রেনের সাহায্যে উদ্ধারকারী ট্রেনে উঠানো হয়।’
এ সময় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ উপস্থিত ছিল।
ডুলাহাজারা সাফারি পার্কের ভেটেনারি কর্মকর্তা জুলকার নাইন বলেন, হাতিটির বেঁচে থাকার সম্ভাবনা অনেকটাই কম। মাথা এবং ডান পাসহ মেরুদণ্ডে তিনটি অংশে ভাঙন দেখা গেছে। চট্টগ্রাম থেকে চারজন বিশেষজ্ঞ চিকিৎসককে আনা হচ্ছে। সর্বাত্মক চেষ্টার মাধ্যমে বাঁচিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে।