নেত্রকোনা পৌর ছাত্রদলের আহ্বায়ক আটক, দল থেকে বহিষ্কার
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/10/22/netrakona_pic_atok-22.10.24.jpg)
নেত্রকোনা জেলা শহরের বড়বাজার এলাকায় পণ্যববাহী ট্রাক থেকে চাঁদাবাজি ও মালামাল লুট করার অভিযোগে পৌর ছাত্রদলের আহ্বায়ক রফিক খান মিল্কী (ঝুনু) সহ দুজনকে হাতেনাতে আটক করেছে সেনাবাহিনীর একটি টহল দল। এ ঘটনায় দল থেকে ছাত্রদলনেতা ঝুনুকে বহিষ্কার করা হয়েছে।
নেত্রকোনায় দায়িত্বরত ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর জিসানুল হায়দার সাংবাদিকদের কাছে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, নেত্রকোনা বড় বাজারের ব্যবসায়ী মেসার্স দিলীপ সরকার রাজশাহী থেকে ট্রাকযোগে গুড় পরিবহণ করে আজ মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় জেলা শহরের অজহর রোডে পৌঁছালে নিউটাউন এলাকার সামসুদ্দিন খান মিল্কীর ছেলে নেত্রকোনা পৌর ছাত্রদলের আহ্বায়ক ঝুনু খান মিল্কী (৩৫) ও বলাই নগুয়া এলাকার বিজয় তালুকদারের ছেলে সমীরণ তালুকদার (৩০) ট্রাকের ড্রাইভার ও হেলপারের কাছে চাঁদা দাবি করেন। চালক চাঁদা দিতে অস্বীকার করলে চাঁদাবাজরা তাদেরকে জিম্মি করে ট্রাকের মালামাল লুটপাট শুরু করে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, খবর পেয়ে দিলীপ সরকার বিষয়টি সেনাবাহিনীকে জানালে সেনাবাহিনীর একটি টহল দল ঘটনাস্থলে পৌছে দুই চাঁদাবাজকে আটক করে এবং তাদের স্বীকারোক্তি মোতাবেক লুট করা ৯৩টি গুড়ের বাক্স, ৪০টি গুড়ের টিন, ২ বস্তা রসুন, ৩ বস্তা পেঁয়াজ উদ্ধার ও তাদের ব্যবহৃত দুটি মোটরসাইকেল জব্দ করে। লুট হওয়া মালামালসহ আটকদের নেত্রকোনা মডেল থানায় সোপর্দ করা হয়েছে।
অন্যদিকে পৌর এলাকার সুইপার কলোনি থেকে ৩৫ লিটার বাংলা মদসহ দুজনকে আটক করে সেনাবাহিনী।
নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহে নেওয়াজ বিষয়টি নিশ্চিত করে বলেন, সেনাবাহিনীর হাতে আটকদের মালামালসহ থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
![](https://ntvbd.com/sites/default/files/styles/infograph/public/images/2024/10/22/netrakona_pic_atok-22.10.24_2.jpg 535w)
অপরদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ পৌর ছাত্রদলের আহ্বায়ক রফিক খান মিল্কী ঝুনুকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করেছে।
ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পৌর ছাত্রদলের আহ্বায়ক রফিক খান মিল্কী ঝুনুকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।