শেরপুর বাস মালিক সমিতি দখল সংক্রান্ত খবরের প্রতিবাদ
শেরপুর বাস মালিক সমিতি দখল সংক্রান্ত খবরের প্রতিবাদ করেছেন শেরপুর বাস-কোচ মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের কর্মকর্তারা। গত শুক্রবার (২৫ অক্টোবর) রাত ১০টার দিকে শেরপুরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে প্রকাশিত খবরের প্রতিবাদ জানান তারা।
শেরপুর বাস-কোচ মালিক সমিতি ও পরিবহণ শ্রমিক ইউনিয়নের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন বাস-কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক সুজিত কুমার ঘোষ। স্বাগত বক্তব্য দেন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শওকত হোসেন।
লিখিত বক্তব্যে বলা হয়, একটি নামসর্বস্ব গণমাধ্যমে শেরপুর বাস-কোচ মালিক সমিতি দখল বিষয়ে একটি খবর প্রকাশিত হয়, যা সম্পূর্ণরূপে মিথ্যা। ৫ আগস্ট স্বৈরাচার হাসিনা সরকারের পতনের পর বাস-কোচ মালিক সমিতির সভাপতি এবং সাবেক সংসদ সদস্য ছানুয়ার হোসেন ছানু পালিয়ে যায়। এছাড়া বাস-কোচ মালিক সমিতির কমিটিতে কোনো পরিবর্তন ঘটেনি। পলাতক ছানুর জায়গায় সহসভাপতি ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া পরিবহণ সেক্টরকে ঘিরে চাঁদাবাজির অভিযোগও ভিত্তিহীন। এর সাথে বিএনপির স্বেচ্ছাসেবক দলের নেতা কামরুল হাসানসহ কয়েকজনের নাম জড়ানো হয়েছে, সেই খবরও মিথ্যা ও ভিত্তিহীন।
উল্লেখ্য, বিগত সংসদ নির্বাচনে শেরপুর সদর আসন থেকে বিজয়ী হন শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু। তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হওয়ার পরই একরকম জবরদস্তির মাধ্যমেই শেরপুর বাস-কোচ মালিক সমিতির সভাপতির পদ দখল করেন। ৫ আগস্ট সরকার পতনের পর সাবেক সংসদ সদস্য ছানু পালিয়ে যান। তার নামে বর্তমানে বেশ কয়েকটি হত্যা মামলাসহ বিভিন্ন মামলা রয়েছে।