ভোলায় ভ্যাকসিন নিয়ে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ
ভোলা জেলা বোরহানউদ্দিন উপজেলার পক্ষীয়া ইউনিয়নের জ্ঞানদা বালিকা মাধ্যমিক বিদ্যালয় জরায়ু ক্যানসারের ভ্যাকসিন নিয়ে অর্ধশতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে বলে জানা গেছে। আজ মঙ্গলবার (২৯অক্টোবর) দুপুরে টিকা চলাকালে স্কুল প্রঙ্গণে একে একে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে।
এরপর অসুস্থ হয়ে পড়া ছাত্রীদের নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়।
স্কুল, অভিভাবক ও হাসপাতাল সূত্রে জানা যায়, আজ সকালে ছাত্রীদের জরায়ু মুখ ক্যানসারের ভ্যাকসিন (এইচপিভি) দেওয়া হয়। এরপর প্রথমে এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে অসুস্থ শিক্ষার্থীর সংখ্যা বাড়তে থাকলে তাদের দ্রুত বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। ৫০ জন শিক্ষার্থীর মধ্যে ৮-১০ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে স্বাভাবিক অবস্থায় বাড়ি ফিরে যায়। বাকি শিক্ষার্থীদের মধ্যে তিনজন গুরুতর অসুস্থ হওয়ায় তাদের ভোলা ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে এবং অন্যরা বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন রয়েছে। এ খবরে মুহূর্তের মধ্যে স্কুলের আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিরূপম সরকার সোহাগ বলেন, ‘টিকা দেওয়ার সময় আমি এই বিদ্যালয়ে উপস্থিত ছিলাম। তখন এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে অ্যাম্বুলেন্স পাঠানো হয়। বর্তমানে (এইচপিভি) টিকা নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।’
এ ব্যাপারে সিভিল সার্জন বলেন, ঘটনাটি আমি শুনেছি। এদের ভেতর অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরে যাচ্ছে। তিনজন ভোলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং অন্যরা বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
বাংলাদেশ সরকারের উদ্যোগে ২৪ অক্টোবর থেকে ১৬ নভেম্বর পর্যন্ত প্রাথমিকভাবে ‘৫ম থেকে ৯ম শ্রেণিতে অধ্যয়নরত ছাত্রী’ এবং ‘১০ থেকে ১৪’ বছর বয়সী শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভূত কিশোরীদের বিনামূল্যে এইচপিভি টিকা দেওয়া হবে।
ভোলার সাত উপজেলায় ৫২৪টি শিক্ষা প্রতিষ্ঠানে এক লাখ ১৬ হাজার ৬১৬ শিক্ষার্থীকে এ টিকাদান দেওয়া হবে।
এরই অংশ হিসেবে ভোলার বোরহানউদ্দিন উপজেলার বোরহানগঞ্জ বাজার সংলগ্ন জ্ঞানদা মাধ্যমিক বিদ্যালয়ে আজ সকালে টিকা দেওয়া হয়। টিকা নেওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যালয়ের বারান্দায় ছাত্রীরা অসুস্থ হয়ে পড়ে।